কোহলির প্রশংসায় ভিভ রিচার্ডস


প্রকাশিত: ১০:৩৯ এএম, ০৬ জুলাই ২০১৫

কোহলির হাতেই ভারতীয় ক্রিকেটের উজ্জ্বল ভবিষ্যৎ দেখছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি স্যার ভিভ রিচার্ডস। পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে কোহলির নেতৃত্বেরও বেশ প্রশংসা করেছেন ক্যারিবিয়ান এই কিংবদন্তি।

অনেকে কোহলির আচরণ নিয়ে বিতর্ক থাকলেও তেমনটা দেখছেন না ভিভ। কোহলি নিয়ে ভিভ বলেন, বিরাটের আচরণে আমি ভুল কিছু দেখছি না। ও ধোনির থেকে সম্পূর্ণ আলাদা। আমি বিশ্বাস করি, যদি আপনি মাঠে আবেগ ও আগ্রাসী মানসিকতা দেখাতে পারেন, তাহলে আপনার মানিয়ে নেওয়ার মতো কোয়ালিটি আছে। বিরাটের সেই কোয়ালিটি রয়েছে। ও যা পায়, তা ফিরিয়ে দেওয়ার দক্ষতা ওর রয়েছে। আমি সেই সব ক্রিকেটারকে পছন্দ করি, যাদের ভালো লড়াই করার মানসিকতা রয়েছে। বিরাট  তাদেরই একজন।

কোহলির হাতেই ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ উজ্জ্বল উল্লেখ করে ভিভ বলেন, বিরাট একজন প্রতিভাবান ক্রিকেটার। আমি ওর হাতেই ভারতীয় ক্রিকেটের উজ্জ্বল ভবিষ্যৎ দেখছি।

সম্প্রতি কোহলির পারফরম্যান্স খুব একটা ভালো নয়। ব্যাটে রান পাচ্ছেন না ভারতের নতুন ‘টেন্ডুলকার’ মনে করা এই ব্যাটসম্যান। ক্রিকেটে এমন বাজে সময় আসতেই পারে বলে মনে করেন ভিভ। এ অবস্থা থেকে দ্রুতই কোহলি উন্নতি করবে বলেও বিশ্বাস ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তির।

এমআর/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।