চিলির বিজয়োল্লাসে তিনজনের মৃত্যু


প্রকাশিত: ০৯:৩৫ এএম, ০৬ জুলাই ২০১৫

আর্জেন্টিনাকে টাইব্রেকারে হারিয়ে কোপা আমেরিকার ইতিহাসে প্রথমবারের মত শিরোপা জিতেছে চিলি। ফুটবল ইতিহাসে চিলির জন্য এটাই প্রথম কোনো বড় ধরনের আন্তর্জাতিক শিরোপা জয়। তাই তো সঙ্গে সঙ্গেই উদযাপনের জন্য রাস্তায় নেমে এলেন হাজারো মানুষ। কিন্তু উদযাপনের ভাষাটা যেন একটু অস্বাভাবিকই ছিল।

উদযাপনের নামে এক শ্রেণির মানুষ ব্যাপক লুটপাট শুরু করে। তবে ঘটনাটা ব্যাপক আকার ধারণ করে যখন উদযাপনকালে গুলিতে এক ছাত্রের মৃত্যু ঘটে। শনিবার রাতে দেশটিতে ছাত্রছাত্রীদের বিজয়োল্লাসের চিলির প্লাজা ইটালিয়ার সামনে ঐ ছাত্র গুলিবিদ্ধ হয়। তবে কে বা করা গুলি করেছে তা জানা যায়নি।

একই দিনে পাবলো মোরা  এবং মার্কো অ্যান্টিনিও নামের দুইজন সড়ক দুর্ঘটনায় নিহত হন। এছাড়াও বিজয় মিছিলের সময় দক্ষিণ সান্টিয়াগো শহরে এক দল উগ্র সমর্থক স্থানীয় সুপার মার্কেটে লুট করার চেষ্টা চালায়।

আরটি/এমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।