চোখ সুন্দর রাখার প্রাকৃতিক উপায়


প্রকাশিত: ০৭:২২ এএম, ০৬ জুলাই ২০১৫

একজোড়া সুন্দর চোখ মানে একটি সুন্দর পৃথিবী। কারণ চোখ দিয়েই আমরা পৃথিবীর সৌন্দর্য দেখতে পাই। সুস্থ ও সুন্দর চোখের জন্য চোখের নিয়মিত যত্ন নিতে হবে। নিয়মিত যত্ন নিলে মেকআপ ছাড়াই আপনি পেতে পারেন সুন্দর একজোড়া চোখ। চলুন, জেনে নেয়া যাক-

১. চোখের পাতায় সামান্য ফেসিয়াল ক্রিম হালকা হাতে ম্যাসাজ করতে পারেন। এটি চোখতে আর্দ্র রাখতে সাহায্য করবে। তবে সাবধান থাকতে হবে যাতে চোখের ভেতরে এই ক্রিম না যায়।

২. চোখের উপর ব্যবহৃত ঠান্ডা টি ব্যাগ দিয়ে রাখুন। এটি চোখের চারপাশের চামড়া টান টান করতে সাহায্য করবে।

৩. ঠান্ডা পানির ঝাপটা দিয়ে চোখ ধুলে চোখে আরাম লাগবে ও চোখ পরিস্কার হবে। একই সাথে আপনাকে সজীব লাগবে।

৪. প্রচুর পরিমাণে পানি পান করুন। ফলমূল ও শাকসবজি খান। চোখ ও ত্বক ভালো থাকবে।

৫. প্রতিদিন পর্যাপ্ত বিশ্রাম নিন। অন্তত আট ঘন্টা ঘুম মুখের ত্বক ও চোখের স্বাস্থ্যের জন্য জরুরি। নইলে চেহারায় ক্লান্ত ভাব ফুটে উঠবে।

৬. চোখের পাতায় ও পাপড়িতে হালকা হাতে পেট্রোলিয়াম জেলি মাখাতে পারেন। এতে করে চোখ আরও আকর্ষণীয় লাগবে।

৭. সুন্দর ও মুখের গড়নের সাথে মানানসই আকৃতির ভ্রু থাকলে আপনার চোখ লোকের নজর কাড়বেই।

এইচএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।