বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ বাতিল!


প্রকাশিত: ০৬:৪৯ এএম, ০৬ জুলাই ২০১৫

আগামী বছরের শুরুতে অনুষ্ঠেয় টি২০ বিশ্বকাপকে সামনে রেখে বিপিএল আয়োজনে মনোযোগ বিসিবি’র। এর ফলে নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজের সাথে বাংলাদেশের সাথে হোম সিরিজ হবার সম্ভাবনা নেই বলে ইঙ্গিত দিলেন, ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাঈমুর রহমান দুর্জয়।

তবে মাস খানেক আগে বিসিবি সভাপতি জানিয়েছিলেন, নভেম্বরে বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলতে আগ্রহী ওয়েস্ট ইন্ডিজ। এ নিয়ে দু`বোর্ডের মাঝে চিঠি চালাচালিও হয়। কিন্তু এরপর, খুব একটা অগ্রগতি হয়নি ওই সিরিজ আয়োজনে।

আর সম্প্রতি বিসিবি ঘোষণা দেয় ফিক্সিং কাণ্ডে কলঙ্কিত বিপিএল ২ বছর পর আবারো নতুন করে শুরু করবে। তাই নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ হবে না বলেই ইঙ্গিত দিলেন ক্রিকেট অপারেশন্স প্রধান নাঈমুর রহমান দুর্জয়।

এ সিরিজ নিয়ে দুর্জয় বলেন, আমরা যখন তাদেরকে খেলার কথা জানিয়েছিলাম, তাদের পক্ষ থেকে কোনো সারা ছিল না কিন্তু এখন আমরা নিশ্চিত সিরিজ বাদ দিয়ে তো নতুন সিরিজ ধরতে পারবো না। আর আমরা বিপিএলটাকে নিয়মিত করার চেষ্টায় আছি। ইনশাল্লাহ আমরা নভেম্বরে আবার বিপিএল করবো।

এমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।