ট্রেনের ওয়াগন ডুবি : ১৮ দিনেও জমা হয়নি প্রতিবেদন


প্রকাশিত: ০৫:৫৫ এএম, ০৬ জুলাই ২০১৫

চট্টগ্রামে ওয়াগন ডুবির ঘটনায় গঠিত তদন্ত কমিটির তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার কথা থকলেও ১৮ দিনেও তা পাড়েনি। কখন প্রতিবেদন জমা দেওয়া হবে তাও জানেন না খোদ কমিটির সদস্যরা।

রেলওয়ে সূত্রে জানা যায়, বোয়াখালীর বেঙ্গুরায় গত ১৯ জুন ব্রিজ ভেঙ্গে রেলের তেল বোঝাই তিনটি ওয়াগন হালদা খালে ডুবে যায়। পরে ঘটনার কারণ অনুসন্ধান ও দায়ীদের সনাক্ত করতে তিন সদস্যের দুটি আলাদা তদন্ত কমিটি গঠন করে রেলওয়ে কর্তৃপক্ষ।

পূর্বাঞ্চলের প্রধান প্রকৌশলী (যান্ত্রিক) হারুন অর রশিদকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট উচ্চ পর্যায়ের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। অপর কমিটির প্রধান করা হয় চট্টগ্রাম বিভাগীয় প্রকৌশলী-১ আবিদুর রহমানকে। তবে সময় শেষ হওয়ার পরও প্রতিবেদন জমা দিতে পারেনি দুই কমিটি।

এ বিষয়ে বিভাগীয় প্রকৌশলী-১ আবিদুর রহমান বলেন, তদন্ত কাজ শেষ না হওয়ায় আমরা আরো সময় চেয়েছি। এদিকে, রেল দুর্ঘটনার ১৬ দিন পর ইঞ্জিন উদ্ধার হয়েছে। এরপর রোববার সকাল থেকে চট্টগ্রাম-দোহাজারী লাইনে ট্রেন চলাচল শুরু হয়েছে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, শনিবার রেল ইঞ্জিনটি উদ্ধার করা হয়। পরে বিকেলে পরীক্ষামূলকভাবে ট্রেন চলাচল শুরু হয়। তবে রোববার সকাল থেকে শুরু হয় পূর্নাঙ্গ ট্রেন চলাচল।

এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।