ভারতীয় পোশাকে সয়লাব সিলেটের ঈদবাজার
লন্ডন প্রবাসী অধ্যুষিত সিলেটে জমে উঠেছে ঈদের কেনাকাটা। এবার ভারতীয় কাপড়ের দখলে চলে গেছে সিলেটের ঈদবাজার। পোশাকের ক্ষেত্রে অন্যতম আকর্ষণ হচ্ছে, ভারতীয় সিরিয়ালের নামে নামকরণ পোশাক কিরণমালা, অরুণধুতি, বেহুলা বিভিন্ন নজরকাড়া নামের ভারতীয় পোশাক। ভারতীয় পোশাকের ভিড়ে জায়গা করতে পারছেনা দেশীয় পোশাক ও হস্তশিল্প।
সিলেট নগরের বিভিন্ন মার্কেটগুলো ঘুরে দেখা গেছে, বিভিন্ন গার্মেন্টেসের দোকানে তরুণীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। এবার ঈদে মেয়েদের পোশাকের ক্ষেত্রে নতুন আকর্ষণ ভারতীয় সিরিয়াল কিরণমালার নাটকের বিভিন্ন চরিত্রের নামে নামকরণের পোশাক। এসব পোশাকের দাম ২৫০০ টাকা থেকে শুরু করে ১০ হাজার টাকা পর্যন্ত। এছাড়া লং ফ্লোরিং টপস নামের এই পোশাকটি এবার নতুন এসেছে। এর দাম ১৫০০ টাকা থেকে ৭ হাজার টাকা পর্যন্ত।
অন্যদিকে, শিশুদের জন্য যোগ হয়েছে নতুন নতুন পোশাক। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নামে নামকরণ করা ‘নরেন্দ্র মোদী’ কোটিসেট, বাবা সেট, ফ্রগসেট ডিভাইডার, ফ্লোর টপস ফূর্তি অন্যতম। ‘নরেন্দ্র মোদি’ কোটি সেটের দাম ১৫০০ থেকে ১৭০০ টাকা। ছেলেদের পোশাকের তালিকায় খুব বেশি নতুন কিছু যোগ হয়নি বলে জানান বিক্রেতারা। তবে ছেলেদের নতুন আইটেমের পোলো গেঞ্জি, কিটস, কোট বা সিঙ্গেল শার্ট এসেছে ঈদের বাজারে।
শাবির শিক্ষার্থী সাদিয়া সুলতানা জাগো নিউজকে জানান, ভারতীয় পোশাকগুলো দেখতে অনেকটা চটকদার হলেও আমাদের দেশীয় পোশাকগুলোই ওদের চেয়ে অনেকটা সুন্দর। তাই আমি এই ঈদের জন্য একটি জামদানি শাড়ি কিনেছি। এই জামদানি শাড়িটি দিয়ে আমি আমার মনের মতো করে পোশাক তৈরি করতে পারবো। যা ভারতীয় পোশাকের চেয়ে কম হবে না বলে আমি মনে করি।
তিনি আরো বলেন, সবার উচিত দেশপ্রেম থেকে অনুপ্রাণিত হয়ে দেশীয় পোশাক ক্রয় করে ঈদ আনন্দ উদযাপন করা। ভারতীয় পোশাক পরিহার না করলে একদিন নিজেদের ঐতিহ্যবাহি কাপড়গুলো হারিয়ে যাবে। আর ধ্বংস হয়ে যাবে দেশীয় গ্যামেন্টস শিল্পও।
এমসি কলেজের শিার্থী জেসমিন আক্তার জুই জানান, এবারই প্রথম নিজের মতো করে পোশাক ক্রয় করতে নগরের মার্কেটগুলো ঘুরে দেখছি। কেনাকাটার চেয়ে ঘুরে দেখার মজাটাই অনেক ভালো লাগছে।
কমার্স কলেজের শিক্ষার্থী তৌফিকুল ইসলাম তানজীম জাগো নিউজকে জানান, বেশিরভাগ সময়ই আমাদের পরিবারের পোশাকগুলো লন্ডন, ফ্রান্স থেকে আসে। কিন্তু এবার লন্ডন থেকে টাকা পাঠিয়ে দেয়ায় পছন্দ মতো ঈদবাজার সিলেটে করছি।
বিভিন্ন ফ্যাশন হাউজের ব্যবসায়ীরা জাগো নিউজকে জানান, এবার ভারতীয় কাপড়ের কদর বেড়েছে। প্রায় সবাই এসে ভারতীয় বিভিন্ন সিরিয়ালের নাম ধরে পোশাক চাচ্ছেন। বিশেষ করে তরুণীরা কিরণমালা, অরুণধুতি, বেহুলা, ছোট শিশুরা নরেন্দ্র মোদী কোটি চাচ্ছে।
জিন্দাবাজারের ব্যবসায়ী রাহুল আহমদ জাগো নিউজকে জানান, এবার ঈদবাজারে ভারতীয় পোশাকের আধিক্য থাকলেও অনেকেই দেশীয় পোশাক ক্রয় করছেন। বেচা-বিক্রি খারাপ নয়, ভালোই হচ্ছে।
এমজেড/এমএস