নারী বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড


প্রকাশিত: ০৩:৩২ এএম, ০৬ জুলাই ২০১৫

ফারা উইলিয়ামসের সুপার গোলে জার্মানিকে ১-০ গোলে হারিয়ে নারী বিশ্বকাপের তৃতীয় স্থান অর্জন করেছে ইংল্যান্ডের মেয়েরা। খেলার অতিরিক্ত সময়ে পেনাল্টি থেকে জয়সূচক গোলটি করেন এই মিডফিল্ডার।

কানাডার এডমন্টনের কমনওয়েলথ স্টেডিয়ামে ইংলিশদের বিপক্ষে ফেবারিট হিসেবে মাঠে নামে বিশ্ব র্যাঙ্কিংয়ে এক নম্বরে থাকা জার্মানি। যদিও শুরু থেকেই তাদের সঙ্গে সমানতালে লড়তে থাকে ইংল্যান্ড। উভয় দলই আক্রমণাত্মক ফুটবল খেলা উপহার দেয় ভক্তদের।
 
নির্ধারিত ৯০ মিনিেটের খেলা শেষে জার্মান ডিফেন্ডার টাবেয়া কেমে বদলি খেলোয়াড় লিয়ান্নে স্যান্ডারসনকে বক্সের মধ্যে ফাউল করলে পেনাল্টি পায় ইংল্যান্ড। ১০৮ মিনিটে স্পট কিক থেকে গোল করে ইংলিশদের জয় এনে দেন উইলিয়ামস। ফলে তৃতীয় হওয়ার মধ্য দিয়ে নিজেদের ইতিহাসে সবচেয়ে সফল বিশ্বকাপটি শেষ করলো ইংল্যান্ড।

এসকেডি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।