বরিশাল জেলা প্রশাসকের ভেজাল বিরোধী প্রচারণা


প্রকাশিত: ০৩:০৬ পিএম, ০৫ জুলাই ২০১৫

বরিশাল নগরীতে ভেজাল খাদ্য দ্রব্য বিক্রি বন্ধে লিফলেট বিলি করেছেন জেলা প্রশাসক গাজী মো. সাইফুজ্জামান। রোববার বিকেলে নগরীর সদর রোড, বাজার রোডসহ গুরুত্বপূর্ণ সড়কগুলোতে এ প্রচারণা চালানো হয়।

এ সময় তার সঙ্গে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আবদুল্লাহ আল মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) আবুল কালাম আজাদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী হোসনে আরাসহ প্রশাসনের কর্মকর্তারা।

জেলা প্রশাসক গাজী মো. সাইফুজ্জ জানান, রমজানের পবিত্রতা রক্ষায় ভেজাল খাদ্য দ্রব্যে বিক্রিকারীদের কোনো ছাড় দেয়া হবে না। প্রাথমিকভাবে সর্তক হিসেবে প্রচারপত্র দেয়া হয়েছে। এরপর থেকে খাদ্য ভেজাল দেয়া ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোরভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার কথা জানান তিনি।

সাইফ আমীন/এআরএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।