আইনি জটিলতা মোকাবেলা করে আগামী নির্বাচনের প্রস্তুতি নিন


প্রকাশিত: ০২:০৬ পিএম, ০৫ জুলাই ২০১৫

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আইনি জটিলতা মোকাবেলা করে আগামী নির্বাচনের প্রস্তুতি গ্রহণের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম। রোববার রাজধানীর শিল্পকলা একাডেমি মিলনায়তনে (মহড়া কক্ষ) বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত ১৭ রমজান ইসলামের প্রথম যুদ্ধ ‘বদরের যুদ্ধ ও জামায়াত-বিএনপির রাজনীতি’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়া আপনাকে বলি- ২০১৯ সালে বাংলাদেশে যে নির্বাচন হবে সেই নির্বাচনে আমরা কোন দলকে নির্বাচনের বাইরে রাখতে চাই না। তাই আপনি আইনি জটিলতা মোকাবেলা করে নির্বাচনের জন্য প্রস্তুত হন।’

মোহম্মদ নাসিম বলেন, ২০১৯ সালে নির্বাচন হবে। আপনি (খালেদা জিয়া) নির্বাচনে আসুন। ওই নির্বাচনে কাউকে বাইরে রাখতে চাইনা। ওই নির্বাচনেও জনগণ শেখ হাসিনাকেই ভোট দিয়ে নির্বাচিত করবে। কারণ শেখ হাসিনার সরকার দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে।

‘পুলিশ পেট্রলবোমামেরে মানুষ হত্যা করেছে’ সম্প্রতি ইফতার পার্টিতে দেয়া বেগম খালেদা জিয়ার এমন বক্তব্যের সমালোচনা করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এ সদস্য বলেন, ৯২ দিন আন্দোলন করে যে বোমাবাজি হয়েছে তা বেগম জিয়া আবিষ্কার করেছেন পুলিশ করেছে। কতখানি দেউলিয়া হলে এমন কথা বলেন একজন নেত্রী। তিনি কতটা হতাশা থেকে এ কথা বলছেন! আইন-শৃঙ্খলা বাহিনীর ওপর কি কারণে তার এতো আক্রোশ? দক্ষিণ ও পূর্ব এশিয়ার মধ্যে দেশ শান্তিপূর্ণ অবস্থানে রয়েছে।

তিনি বলেন, আপনি এই সমস্ত উদ্ভট আবিষ্কার বাদ দেন। আমাদের সরকারের সময়ে যে কোন ঘটনার বিচার হচ্ছে। কোনো ঘটনাকে পাশ কাটিয়ে আমরা যাচ্ছি না। কোন অপরাধী পারপেয়ে যাচ্ছে না।

বিএনপিকে গণতান্ত্রিক ধারার রাজনীতিতে ফিরে আসার আহ্বান জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এখন আমরা মধ্যম আয়ের দেশে পরিণত হতে যাচ্ছি। যা বিশ্ব ব্যাংক বলেছে। কিন্তু বিএনপি দেশ যে এগিয়ে যাচ্ছে তা স্বীকার করতে চায় না। ধারাবাহিকভাবে আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে বাংলাদেশ একটি সমৃদ্ধশালী দেশে পরিণত হবে। এ জন্য তিনি দেশবাসীর সহযোগিতা কামনা করেছেন।

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি অভিনেতা এটিএম শামসুজ্জামানের সভাপতিত্বে সভায় বাংলাদেশ ইসলামিক ঐক্যজোটের সভাপতি মিছবাহুর রহমান চৌধুরী, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, স্বেচ্ছাসেবক লীগ মহানগর উত্তরের সাংগঠনিক সম্পাদক কে এম মোনোয়ার উল ইসলাম বিপুল, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা প্রমুখ বক্তব্য রাখেন।

এএসএস/এসএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।