টস হেরেই ব্যাকফুটে বাংলাদেশ
প্রথম টি২০ ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে বেশ বড় ব্যবধানেই হারলো বাংলাদেশ। আসা যাওয়ার মিছিলে সরব ছিলেন বাংলাদেশের ব্যাটসম্যানরা। তবে বাংলাদেশকে সহজে গুটিয়ে দেয়ায় টসের অনেক গুরুত্ব ছিল বলে মনে করেন প্রোটিয়া ব্যাটসম্যান রিলে রুশো।
দ্বিতীয় ইনিংসে স্পিন ভালো হয়েছে বলে জানিয়ে রুশো বলেন, ‘আমি মনে করি উভয় দলই স্পিন বোলিং অনেক ভাল করেছে আজ। আমাদের সৌভাগ্য যে আমরা দ্বিতীয় ইনিংসে বোলিং করেছি এবং এটা আমাদের কিছুটা বেশি সহায়ক হয়েছে। আমরা বাড়তি সুবিধা পেয়েছি বোলিংয়ে। কারণ প্রথম ইনিংসের চেয়ে দ্বিতীয় ইনিংসে বল বেশি টার্ন করেছে।
প্রথম ইনিংসে ১৫০ রানের কাছাকাছি করলে জয় পাবেন এটা আগেই ভেবেছিলেন প্রোটিয়া এই ব্যাটসম্যান। প্রোটিয়া এ ব্যাটসম্যান আরও বলেন, দিনের ম্যাচে ১৫০ রান এ উইকেটে খুব ভাল সংগ্রহ। সুতরাং আমরা ভেবেই নিয়েছিলাম আজ আমাদের জেতার ভাল সুযোগ আছে। বিশেষ করে দ্বিতীয় ইনিংসে বল টার্ন করছিলো এবং কিছুটা ধীর হয়ে যাচ্ছিল। এটাই আমাদের কিছুটা সহায়ক হয়েছে এবং আমরাও সত্যি ভাল বোলিং করেছি এবং জয় দিয়েই ম্যাচ শেষ করেছি।
তবে উইকেট থেকে সুবিধা পেলেও নিজেদের বোলিং খুব ভালো হয়েছে বলে জানান এই প্রোটিয়া। নিয়ন্ত্রিত বোলিংয়ের জন্য নিজেদের ভাগ্যবান মনে করছেন।
‘আমি শুধু মনে করি আমরা সত্যিই খুব ভাল বোলিং করেছি এবং আমাদের খেলাটা প্রয়োগ করেছি ভালভাবে। আমাদের সৌভাগ্য যে বলগুলো আমাদের হাতে গেছে এবং আমরা সেসব ধরতে পেরেছি।’
আরটি/এমআর/আরআই