গুয়াতেমালার প্রেসিডেন্টের বিরুদ্ধে বিক্ষোভ


প্রকাশিত: ১১:৫৪ এএম, ০৫ জুলাই ২০১৫

গুয়াতেমালার প্রেসিডেন্ট ওত্তো পেরেজের পদত্যাগের দাবিতে দেশটির রাজধানীতে প্রায় ৫ হাজার লোক বিক্ষোভ মিছিল করেছে।  শনিবার রাতে এ বিক্ষোভ করে তারা।

গত মঙ্গলবার গুয়াতেমালার সাংবিধানিক আদালত প্রেসিডেন্টের দায়মুক্তির আবেদন খারিজ করে দেয়। আদালতে দাখিল করা দায়মুক্তির আবেদনে প্রেসিডেন্ট তার বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগের প্রাক-বিচারিক তদন্ত আইনগতভাবে বাদ দেয়ার আহ্বানও জানানো হয়।

শুক্রবার কংগ্রেসের একটি কমিটি প্রেসিডেন্টের দায়মুক্তি বিষয়টি পুরোপুরি তুলে দেয়া এবং তার বিরুদ্ধে আনা অভিযোগের তদন্ত চালু রাখার পরামর্শ দিয়েছে।

বিক্ষোভকারীরা শনিবার মিছিলসহ সুপ্রিম কোর্ট থেকে নগরীর ঐতিহাসিক কেন্দ্র ন্যাশনাল প্যালেসে যায়। বিক্ষোভকারীরা ‘ওত্তো পেরেজ নিপাত যাক’, ‘আর নয় দুর্নীতি’ ও ‘ওত্তো পেরেজের সরকার, দুর্নীতি ও দমন পীড়ন বৃদ্ধি’ বলে শ্লোগান দেন। বিক্ষোভকারীদের হাতে মোমবাতি ও প্রজ্জ্বলিত মশাল ছিল। অনেকের হাতে বিভিন্ন রঙের ব্যানারও ছিল।

মিছিল চলাকালে সাবেক অর্থমন্ত্রী জুয়ান আলবার্টো ফুনেটেস বলেন, প্রেসিডেন্টের পদত্যাগই হল মুল পয়েন্ট এবং তিনি পদত্যাগ করলে পরিস্থিতির উন্নতি ঘটবে। এতে সব সমস্যার সমাধান হবে না। তবে অগ্রগতির পথে এগোবে।

কর পরিশোধ এড়াতে ব্যবসায়ীদের কাছ থেকে ঊর্ধ্বতন শুল্ক কর্মকর্তারা ঘুষ নিয়েছেন গত এপ্রিলে এ ধরণের একটি খবর প্রকাশিত হয়। এ প্রেক্ষিতে গুয়াতেমালার বিচারিক ব্যবস্থার শুদ্ধকরণের লক্ষ্যে জাতিসংঘ সমর্থিত তদন্তের পর বিরোধী উইনাক পার্টির অনুরোধে পিরেজের বিরুদ্ধে তদন্ত শুরু হয়।

আরএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।