১৪৯ রানের লক্ষ্যে ব্যাট করছে টাইগাররা


প্রকাশিত: ০৮:৫২ এএম, ০৫ জুলাই ২০১৫

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টি২০ ম্যাচে দ. আফ্রিকার দেওয়া ১৪৯ রানের লক্ষ্যে ব্যাট করছে টাইগাররা। ব্যাট করছেন তামিম ইকবাল ও সৌম্য সরকার।

এর আগে , অধিনায়ক ডু প্লেসিসের দায়িত্বশীল ব্যাটিংয়ে বাংলাদেশকে ১৪৯ রানের লক্ষ্য দেয় দক্ষিণ আফ্রিকা। টাইগারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নির্ধারিত ২০ ওভারে চার উইকেট হারিয়ে ১৪৮ রান করতে সক্ষম হয় প্রোটিয়ারা।

সিরিজের প্রথম টি২০ ম্যাচে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় সফরকারী দক্ষিণ আফ্রিকা। খেলার শুরু থেকেই টাইগারদের স্পিনে ব্যাট করতে রীতিমত হিমশিম খাচ্ছিল প্রোটিয়ারা। চতুর্থ ওভারেই দুই ওপেনারকে হারিয়ে বিপদে পড়ে দক্ষিণ আফ্রিকা শিবির।

টাইগারদের হয়ে প্রথম ওভারেই আঘাত হানেন স্পিনার আরাফাত সানি। মাশরাফির হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন বর্তমান সময়ের সবচেয়ে বিধ্বংসী ব্যাটসম্যান ডি ভিলিয়ার্স (২)। চতুর্থ ওভারে ডি কককে (১২) লিটন দাসের ক্যাচে পরিণত করেন নাসির হোসেন।

এরপর অধিনায়ক ডু প্লেসিস দলের আরেক নির্ভরযোগ্য ব্যাটসম্যান জেপি ডুমিনিকে নিয়ে প্রাথমিক বিপদ সামলে নেন। তবে ১২তম ওভারে বাংলাদেশকে আবার আনন্দে ভাসান আরাফাত সানি। মিডঅনে দুর্দান্ত ক্যাচ নিয়ে ডুমিনিকে(১৮) ফিরিয়ে ৪৬ রানের জুটি ভাঙ্গেন এই টাইগার।

এর দুই ওভার পরে মিলারকে সাকিব এলবিডব্লিউর ফাঁদে ফেললে প্রোটিয়াদের আবারো চেপে ধরে বাংলাদেশ। তবে একপ্রান্তে নির্ভরতার সঙ্গে খেলে ক্যারিয়ারের ষষ্ঠ অর্ধশতক তুলে নেন প্রোটিয়া অধিনায়ক ডু প্লেসি। শেষপর্যন্ত অপরাজিত থেকে ৬১ বলে ৭৯ রান করেন এই প্রোটিয়া।

প্রায় ১০ মাস পর খেলতে নেমে দলকে হতাশ করেন সোহাগ গাজী। দুই ওভারে ১৬ রান দিয়ে উইকেটশুন্য থাকেন এই অলরাউন্ডার। বাংলাদেশের পক্ষে ১৯ রানে দুই উইকেট নিয়ে সেরা বোলার আরাফাত সানি। এছাড়া নাসির ও সাকিব একটি করে উইকেট নেন।

এআরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।