মেসির পরিবারের ওপর সমর্থকদের হামলা


প্রকাশিত: ০৬:১৩ এএম, ০৫ জুলাই ২০১৫

কোপা আমেরিকার ফাইনাল দেখতে চিলির মাঠ সান্তিয়াগো ডি চিলির এস্তাদিও ন্যাসিওনাল মাঠে উপস্থিত হয়েছিলেন লিওনেল মেসির পরিবারের সদস্যরা। আর ম্যাচের প্রথমার্ধের ঠিক আগ মুহূর্তে মেসির পরিবারের সদস্যদের ওপর হামলা করে চিলির সমর্থকরা। শুধু মেসি নয়, আর্জেন্টিনার আরেক তারকা খেলোয়াড় সার্জিও আগুয়েরোর পরিবারের সদস্যদেরও অপমান করে তারা।

চিলির স্থানীয় সময় তখন শনিবার সন্ধ্যা। ফাইনাল ম্যাচের প্রথমার্ধ শেষের পথে। এমন সময় মেসির পরিবারের সদস্যদের অপমান করতে শুরু করে চিলির সমর্থকরা। বিষয়টির প্রতিবাদ করেন মেসির ভাই। একপর্যায়ে মেসির ভাই রদ্রিগোকে আঘাত করে চিলির একজন সমর্থক। পরে মেসির পরিবারের সদস্যদের নিরাপত্তার জন্য একটি টেলিভিশন কক্ষে নিয়ে যাওয়া হয়।

একই সময়ে সার্জিও আগুয়েরোর পরিবারের সদস্যদেরও অপমান করে চিলির একদল সমর্থক। এদিকে আর্জেন্টিনাকে টাইব্রেকারে ৪-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো কোপা আমেরিকার শিরোপা নিজেদের করে নিয়েছে চিলি। সূত্র : গোলডটকম

এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।