বগুড়া জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন হয়ে গেল


প্রকাশিত: ০৪:৫০ এএম, ০৫ জুলাই ২০১৫

বগুড়া জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন অনুষ্ঠিত হয় শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত শহীদ চান্দু স্টেডিয়ামে। বিরতিহীনভাবে এ ভোট গ্রহণ করা হয়। এবারের নির্বাচনে সংগঠনের ৮টি পদের মধ্যে ৩টি পদে ভোট গ্রহণ করা হয়। এই ৩টি পদে ৩৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। সাধারণ সম্পাদকসহ অনান্য ৫টি পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় ওই পদগুলির প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হন।

নির্বাচনে সহ-সভাপতি ৪টি পদে বিজয়ী হয়েছেন। শুভাশীষ পোদ্দার লিটন (৭৩ ভোট),  নুরুল আলম টুটুল (৬৭ ভোট), খাজা আবু হায়াত হিরু (৬১ ভোট) ও  সাগর কুমার রায় (৬০ ভোট) পেয়েছেন।

সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মিলন, অতিরিক্ত সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ খান রনি, যুগ্ম সম্পাদক ২টি পদে নির্বাচিত হয়েছেন সৈয়দ সার্জিল আহমেদ টিপু (৫৭ ভোট) শামীম কামাল শামীম (৪৭ ভোট)। কোষাধ্যক্ষ অ্যাডোনিস বাবু তালুকদার।

এছাড়া কার্যনির্বাহী সদস্য ১৪ জন হলেন, জামিলুর রহমান জামিল, জুলফিকার রহমান শান্ত, হাসান আলী আলাল, অশোক রায়, আমিনুল ফরিদ, মাহফুজুল ইসলাম রাজ, খায়রুল আনাম পুলক, এটিএম শফিকুল হাসান জুয়েল, ফেরদৌস আজম সুমন, আবু জাফর মো. মাহমুদুন্নবী রাসেল, শহিদুল ইসলাম স্বপন, গোলাম রব্বানী, আবু সুফিয়ান শফিক, শফিকুল ইসলাম বাবু,  সদস্য (উপজেলা সংরক্ষিত) একেএম আছাদুর রহমান দুলু, মোমিনুল হক শিলু, সদস্য (মহিলা সংরক্ষিত) দিলরুবা আমিনা আক্তার বানু সুইট, ডালিয়া নাসরিন রিক্তা।

নির্বাচনের প্রিজাইডিং অফিসার শেরপুর উপজেলা নির্বাচন অফিসার মো. আনিসুর রহমান বিজয়ীদের বিষয়টি নিশ্চিত করে জানান, সংগঠনের ৩টি পদে ভোট গ্রহণ করা হয়েছে। সংগঠনের ৮৯টি ভোটারের মধ্যে ২ জন ভোটার অনুপস্থিত থাকায় ৮৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

লিমন বাসার/এমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।