প্রিমিয়ার কাবাডিতে চ্যাম্পিয়ন নৌবাহিনী

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০২:৪৬ পিএম, ২৭ নভেম্বর ২০১৭

প্রথমবারের মতো প্রিমিয়ার কাবাডি লিগ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নৌবাহিনী। সোমবার পল্টন ময়দানস্থ কাবাডি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে বাংলাদেশ নৌ-বাহিনী ৩২-১৯ পয়েন্টে হারিয়েছেন গতবারের চ্যাম্পিয়ন বাংলাদেশ সেনাবাহিনীকে। প্রথমার্ধে বাংলাদেশ নৌবাহিনী ১৫-৭ পয়েন্টে এগিয়ে ছিল।

চ্যাম্পিয়ন বাংলাদেশ নৌবাহিনী ৫০ হাজার টাকা, রানারর্সআপ বাংলাদেশ সেনাবাহিনী ৩০ হাজার টাকা এবং তৃতীয় হওয়া বাংলাদেশ পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ ১৫ হাজার টাকা করে অর্থ পুরস্কার পেয়েছে। নাম ‘লিগ’ হলেও খেলা হয়েছে টুর্নামেন্টের আদলে। ১২ দল চার গ্রুপে ভাগ হয়ে অংশ নেয় এবারের লিগে।

ফাইনাল শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ট্রফি বিতরণ করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বিরেন শিকদার। সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রানার মটর লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শফিকুজ্জামান এবং ভাসাভী ফ্যাশন লিমিটেডের চেয়ারম্যান ইয়াসির আহমেদ খান।

আরআই/আইএইচএস/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।