বিচারপতি সুলতান হোসেন খান আর নেই


প্রকাশিত: ০৬:২৪ পিএম, ০৪ জুলাই ২০১৫

সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি সুলতান হোসেন খান আর নেই।

রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৯১ বছর।

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক এই বিচারপতি ১৯৯০ সালে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন। এছাড়া দুর্নীতি দমন ব্যুরো ২০০৪ সালে দুর্নীতি দমন কমিশনে রূপান্তরিত হলে কমিশনের চেয়ারম্যান হন তিনি। বাংলাদেশ প্রেস কাউন্সিলেরও চেয়ারম্যান ছিলেন তিনি।

সোমবার বেলা দেড়টায় সুপ্রিম কোর্ট মসজিদ প্রাঙ্গনে তার জানাজা হবে। ঝালকাঠির রাজাপুরে নিজের বাড়িতে তার দাফন হবে বলে স্বজনরা জানিয়েছেন।

সাবেক এই বিচারপতি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন ।

এসআরজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।