একাদশে ভর্তি বিড়ম্বনা : রোববার শিক্ষামন্ত্রীর সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:৫৫ পিএম, ০৪ জুলাই ২০১৫
ফাইল ছবি

‘স্মার্ট এডমিশন সিস্টেম’ এ একাদশ শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে সৃষ্ট বিড়ম্বনা নিয়ে এবার কথা বলবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। শনিবার শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে- রোববার সকাল ১০টায় সচিবালয়ে সংবাদ সম্মেলন করবেন শিক্ষামন্ত্রী।

এ বছর প্রথমবারের মতো সকল কলেজে ভর্তিতে অনলাইন ও মোবাইলে এসএমএসের মাধ্যমে আবেদন সংক্রান্ত ‘স্মার্ট এডমিশন সিস্টেম’ চালু করা হয়। কিন্তু নির্ধারিত সময়ের ভর্তির তালিকা প্রকাশ করতে পারেনি আন্তঃশিক্ষা বোর্ড। কয়েক দফা পেছানোর পর ফল প্রকাশ করা হয়।

এরপরই শুরু হয় বিড়ম্বনা। অনেক কলেজ শিক্ষার্থীদের পছন্দের ক্রমে নিজেদের এক নম্বরে দিয়েছিল; শিক্ষার্থীরা যা জানতো না। আবার ছেলেদের কলেজে মেয়েদের, মেয়েদের কলেজে ছেলেদের ফেলা হয়েছে।

জানা গেছে, শিক্ষামন্ত্রীর সিদ্ধান্তকে পাশ কাটিয়ে শিক্ষা সচিব একাই নতুন ভর্তি পদ্ধতি চালু করেছেন। আর তার ‘মাতবরিতেই’ এ জটিলতার সৃষ্টি হয় বলে শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

ভর্তি নিয়ে জটিলতা সৃষ্টি হওয়ার পর থেকে মন্ত্রণালয়ের অবস্থান ব্যাখ্যা করে শিক্ষা সচিব মো. নজরুল ইসলাম খান বিভিন্ন স্থানে মন্ত্রণালয়ের অবস্থান ব্যাখ্যা করে বক্তব্য দিয়েছেন। পুরো বিষয়টি নিয়ে নিশ্চুপ ছিলেন শিক্ষামন্ত্রী। রোববার এ বিষয়ে কথা বলবেন তিনি।

এসআই/এসএইচএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।