আগের চেয়ে অনেক বেশি নিরাপদ আছি


প্রকাশিত: ০২:০৮ পিএম, ০৪ জুলাই ২০১৫

ইংল্যান্ডে বসবাসকারী বাংলাদেশি বংশোদ্ভুত ১২ সদস্যের যে পরিবারটি গত দেড় মাস ধরে নিখোঁজ ছিল, তারা আইএস জঙ্গিদের কাছে নিরাপদ আছে। এমন দাবি করে ইসলামিক স্টেট এক বিবৃতি দিয়ে জানিয়েছে ওই পরিবারের সদস্যরা ইসলামিক স্টেটে যোগ দিয়েছে এবং সেখানে তারা আগের থেকে অনেক বেশি নিরাপদ। আইএস-এর একজন সদস্য ওই পরিবারের বরাত দিয়ে এই বিবৃতি দিয়েছে।

বিবৃতিতে ক্ষোভ প্রকাশ করে বলা হয়েছে, এই পরিবারটিকে অপহরণ করে নিয়ে গিয়ে আইএস-এ যোগ দিতে বাধ্য করা হয়েছে এ ধরনের কথাবার্তা `জঘন্য`। এতে বলা হয়েছে এই পরিবারটি এমন দেশে পৌঁছেছে যে দেশ `দুর্নীতি ও দমনপীড়ন মুক্ত` এবং কোনো একক ব্যক্তির ``নির্দেশে`` নয় বরং ``ইসলামের খলিফাদের`` নির্দেশে তারা সেখানে পৌঁছেছে।

পরিবারকে উদ্ধৃত করে বিবৃতিতে আরো বলা হয়, আমাদের নিরাপত্তা নিয়ে যারা উদ্বিগ্ন তাদের জানাচ্ছি আপনারা শঙ্কামুক্ত হন। আমরা এখানে আগের তুলনায় অনেক বেশি নিরাপদ বোধ করছি। সব মুসলমানদের প্রতি আমাদের আহ্বান খলিফার নির্দেশ মেনে আপনার নিজের দেশে চলে আসুন। এই জীবনে এবং পরকালের জন্য আপনি যেখানে সম্মান আদায় করতে পারবেন সেখানে দ্রুত পৌঁছে যান।

এর আগে ইংল্যান্ডের বেডফোর্ডশায়ারের পুলিশ বলেছিল, এই পরিবারটি সিরিয়ায় গিয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। কিন্তু এই তথ্য সম্পর্কে তারা পুরোপুরি নিশ্চিত হতে পারেনি।

পুলিশ জানায়, ১২ সদস্যের এই পরিবারটি গত এপ্রিলের ১০ তারিখে বাংলাদেশে বেড়াতে যায়। সেখান থেকে তারা তুরস্ক যায় ১১ই মে।এর পর তুরস্ক হয়ে তিনদিন পর তাদের ইংল্যান্ডে ফিরে আসার কথা থাকলেও তুরস্কে নামার পর থেকে পরিবারটির আর কোন খোঁজ পাওয়া যায় নি।

এসআইএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।