সারাদেশে ১০ লাখ বই বিতরণ করবে রোটারি ক্লাব


প্রকাশিত: ০১:২৬ পিএম, ০৪ জুলাই ২০১৫

রোটারি ইন্টারন্যাশনালের জেলা ৩২৮১`র জেলা গর্ভনর শাম শওকত হোসেন বলেছেন, রোটারি ক্লাব সমাজ উন্নয়নে কাজ করে যাচ্ছে। যার ধারাবাহিকতায় রোটারি বর্ষ ২০১৫-১৬ তে সারাদেশে ১০ লাখ বই বিতরণ করবে। এছাড়া ২০০ লাইব্রেরি প্রতিষ্ঠা করবে।

শনিবার দুপুরে যশোর প্রেসক্লাব মিলনায়তনে রোটারিয়ানদের এক সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, রোটারি শুধু পরিচ্ছন্ন একটি সংগঠনই নয়, সমাজের মানুষের কল্যাণে তারা কাজ করে চলেছে। তারই ধারাবাহিকতায় নৈতিক শিক্ষা থেকে শুরু করে সামাজিক দায়বদ্ধতার জায়গাগুলোতে ক্লাব কর্মীদের রয়েছে অনেক অবদান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রেসক্লাব যশোরের সভাপতি ও রোটারি ক্লাব অব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, এজেডএম সালেক, মোয়াজ্জেম হোসেন চৌধুরী টুলু, ফজলে রাব্বি মোপসা, রুবায়েত হোসেন, গিয়াসউদ্দিন খান ডালু প্রমুখ।

মিলন রহমান/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।