পুলিশের এআইজির বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অভিযোগ


প্রকাশিত: ১২:৩৪ পিএম, ০৪ জুলাই ২০১৫

পুলিশ সদর দফতররের অতিরিক্ত মহাপরিদর্শক (এআইজি) মো. রেজাউল করিমের বিরুদ্ধে স্বরাষ্ট্র সচিব ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির কাছে লিখিত অভিযোগ দিয়েছে এআর এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠান। এআর এন্টারপ্রাইজের অভিযোগ নিয়ম মেনে তাদের দরপত্রে অংশগ্রহণ করতে দেননি এআইজি (সরবরাহ)। মন্ত্রণালয় সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

এআর এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. আনোয়ার হোসেন স্বাক্ষরিত দুই পৃষ্ঠার অভিযোগে বলা হয়েছে গত ১ জুলাই অনুষ্ঠিত দরপত্রের সিডিউল ক্রয় করতে গেলে রেজাউল করিম আনোয়ার হোসেনের প্রতিনিধির সঙ্গে চরম দুর্ব্যবহার করে এবং গ্রেপ্তারের হুমকি দেয়। পাশাপাশি দরপত্র দেয়া হবে না বলে বের করে দিয়ে এআর এন্টারপ্রাইজকে কালো তালিকাভুক্ত করার হুমকি দেয়। অথচ নির্দিষ্ট কিছু ঠিকাদারকে বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করছে রেজাউল। যার দরুণ রাষ্ট্রের আর্থিক ক্ষতি হচ্ছে।

এতে বলা হয়েছে- বিগত ৫ বছরে যে ক্যানভাস সু ৫০০-৮০০টাকায় পুলিশ ক্রয় করেছে সে ক্যানভাস সু গত ১৭ জুন রেজাউলের পছন্দের ঠিকাদারের কাছ থেকে ১ হাজার ১৫০ টাকায় কেনার পাঁয়তারা চলছে। এতে সরবরাহের ৯ লাখ টাকা অতিরিক্ত খরচ হবে। একই মালিকের ৩ প্রতিষ্ঠানকে সিডিউল প্রদান করে অন্য কাউকে সিডিউল প্রদান করেনি। এছাড়া বুট ডিএমএস ক্রয়েও একই কায়দা অবলম্বনের চেষ্টা করে রেজাউল রাষ্ট্রের আর্থিক ক্ষতির চেষ্টা করছেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

গত ১ জুলাই পছন্দের ঠিকাদারদের কাছেই মশারির দরপত্র বিক্রি করেন রেজাউল। অভিযোগ অনুসারে- ঠিকাদারি প্রতিষ্ঠান টেক স্কোয়াড, কেয়ার ইন্টারন্যাশনাল ও বেলাল এন্টারপ্রাইজ এআইজি রেজাউলের পছন্দসই। দরপত্রে এ তিনটির বাইরে অন্য কোনো প্রতিষ্ঠানকে অংশ গ্রহণই করতে দেয়া হয় না। এসব ক্ষেত্রে তিনি মহাপরিদর্শকের রেফারেন্স ব্যবহার করেন। এরই মধ্যে এশিয়ান টেক্সটাইলকে কালো তালিকাভুক্তির পাশাপাশি সাউথ বেঙ্গল ইন্টারন্যাশনালকে কালোতালিকাভুক্তির হুমকি দেয়া হচ্ছে।

তবে অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছেন- এআইজি মো. রেজাউল করিম। তিনি বলেন, এসব সত্য নয়।

অপরদিকে গত ২ জুলাই দেয়া এ লিখিত অভিযোগের সূত্র ধরে প্রাথমিকভাবে অতিরিক্ত মহাপরিদর্শক (এআইজি) মো. রেজাউল করিমের বিরুদ্ধে আনা অভিযোগ তদন্ত করার সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

এসএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।