হকির নতুন টার্ফ বসছে বিকেএসপিতে

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৩:৫৩ পিএম, ২৪ নভেম্বর ২০১৭

দেশে হকি খেলোয়াড় তৈরির প্রধান প্রতিষ্ঠান বিকেএসপি (বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান)। এক সময় ছিল ফরিদপুর, রাজশাহী, চট্টগ্রাম, দিনাজপুর, যশোরসহ অনেক জেলা থেকে খেলোয়াড় বেড়িয়ে আসতো।

এখন দেশের হকি পুরোপুরি বিকেএসপি নির্ভর। হকি খেলোয়াড় তৈরি প্রধান এ প্রতিষ্ঠানটিতে এতদিন ছিল মাত্র একটি টার্ফ। ১৯৯০ সালে প্রথম টার্ফ বসানোর পর দুইবার তা বদলিয়ে হকির কার্যক্রম চালিয়ে আসছে বিকেএসপি।

অবশেষে দীর্ঘ ২৭ বছর পর এ প্রতিষ্ঠানে বসছে দ্বিতীয় টার্ফ। নতুন এ টার্ফ বসানোর কাজ শেষের দিকে। আগামী এক মাসের মধ্যেই টার্ফ পুরোপুরি বসে যাবেন বলে আশা প্রকাশ করছেন সদ্য অবসরে যাওয়া বিকেএসপি হকির প্রধান কোচ মো. কাওয়সার আলী। এটি হবে দেশের তৃতীয় হকি টার্ফ।

বিকেএসপির দুটি ছাড়া অন্যটি মওলানা ভাসানী স্টেডিয়ামে। বিএএফ শাহীন স্কুলে একটা টার্ফ থাকলেও তা শুধু অনুশীলনের জন্য।

এ টার্ফটি নেদারল্যান্ডসের ইডেল গ্রাস কোম্পানীর। বিকেএসপি যখন দ্বিতীয় টার্ফ বসানোর সিদ্ধান্ত নেয়, তখন মো. কাওসার আলীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল নেদারল্যান্ডস গিয়েছিলেন টার্ফের তৈরির প্রতিষ্ঠানে।

‘আমি গিয়েছিলাম হল্যান্ডে টার্ফ দেখতে। এই প্রথম কোনো কোচকে নিয়ে যাওয়া হয়েছিল টার্ফের ফ্যাক্টরিতে। ওখানে গিয়েই আমরা টার্ফ পছন্দ করেছিলাম। গুনগত মানে আগেরটার চেয়েও ভালো, একটু নরমও হবে’-জাগো নিউজকে বলছিলেন মো. কাওসার আলী।

মওলানা ভাসানীতে বসেছে নীল টার্ফ। তবে বিকেএসপির টার্ফটি পুরনোটির মতোই সবুজ। পুরনোটির পাশেই বসছে দুই নম্বর টার্ফটি। মাপ আগেরটির মতোই ১১০ বাই ৬০ গজের। তবে নতুন টার্ফের আউটফিল্ড একটু কম আগেরটির চেয়ে। প্রায় ১৫ কোটি টাকা খরচ হচ্ছে দ্বিতীয় এ টার্ফ স্থাপন করতে।

আরআই/এমএমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।