সিরিয়ায় বোমা হামলায় আল কায়েদার ২৫ সদস্য নিহত


প্রকাশিত: ০৫:১৪ এএম, ০৪ জুলাই ২০১৫

সিরিয়ার ইদলিব প্রদেশে আরিহার সালেম নামের একটি মসজিদে বোমা বিস্ফোরণে আল কায়েদার সমর্থিত সিরীয় বিদ্রোহী গোষ্ঠী নুসরা ফ্রন্টের অন্তত ২৫ সদস্য নিহত হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় উত্তরপশ্চিম সিরিয়ার আরিহা টাউনে ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস।

সংস্থাটি জানায়, সিরিয়ার অন্যতম কট্টরপন্থী গোষ্ঠীটির ওই সদস্যরা ইফতারের জন্য মসজিদটিতে সমবেত হয়েছিলেন। অবজারভেটরি আরো জানায়, ওই বোমা বিস্ফোরণে নূসরা ফ্রন্টের অসিরীয় এক জ্যেষ্ঠ নেতাও নিহত হয়েছেন

এদিকে, নূসরা ফ্রন্ট বিরোধী সামাজিক যোগাযোগ ভিত্তিক কয়েকটি ওয়েবসাইটে হতাহতের সংখ্যার বিষয়ে পরস্পর বিরোধী তথ্য দিয়েছে, কোনো কোনোটিতে নিহতের সংখ্যা ৪০ জনেরও বেশি বলে দাবি করা হয়েছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি, তবে হামলার জন্য প্রতিদ্ব্ন্দ্বী অপর কট্টরপন্থী বিদ্রোহী গোষ্ঠী ইসলামিক স্টেটকে (আইএস) দায়ি করেছে নূসরা ফ্রন্ট।

মার্চে ইদলিব প্রদেশের প্রধান শহর দখল করে নেওয়ার পর থেকে প্রদেশটির বেশিরভাগ এলাকা নিয়ন্ত্রণ করছে সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠীগুলোর জোট জৈশ আল ফাতেহ।

এসকেডি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।