মজুরি বেড়েছে সঞ্জয় দত্তের


প্রকাশিত: ০৯:৩০ এএম, ২১ সেপ্টেম্বর ২০১৪

পুনের ইয়ারাওয়াডা কারাগারে কাগজের ব্যাগ তৈরির কাজ করেন বলিউডের অভিনেতা সঞ্জয় দত্ত। নতুন খবর হলো, সঞ্জয় দত্তের দৈনিক মজুরি ১৫ রুপি বেড়েছে।

সূত্রে জানা যায়, সঞ্জয় এতোদিন দিনে ২০ থেকে ৩০ রুপি মজুরি পেয়ে আসছিলেন। তবে সম্প্রতি সরকার কারাবন্দীদের মজুরি বাড়ানোয় তার ১৫ রুপি মজুরি বৃদ্ধি পেয়েছে। এখন তার দৈনিক মজুরি ৪০-৪৫ রুপি।

সূত্র আরও জানায়, বলিউড অভিনেতা বর্তমানে উন্নতমানের ও ভারী জিনিস বহন করতে পারে এমন কাগজের ব্যাগ তৈরি করছেন। প্রতিটি ব্যাগ ছয় থেকে আট কেজি ভার বহন করতে পারে।

মহারাষ্ট্র সরকার কারাবন্দীদের মজুরি বাড়ানোর সিদ্ধান্ত নেয়ার পর সম্প্রতি গুজরাট, কর্ণাটক ও তিহার কারাগারে বন্দীদের মজুরি বাড়ানো হয়েছে।

উল্লেখ্য, ১৯৯৩ সালে মুম্বাইয়ে সিরিয়াল বোমা বিস্ফোরণ মামলায় পাঁচ বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত বলিউডের অভিনেতা সঞ্জয় দত্ত পুনের ইয়ারাওয়াডা কারাগারে জেল খাটছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।