উজিরপুরে ভ্যানচালক হত্যা : বিচারের দাবিতে সড়ক অবরোধ
বরিশালের উজিরপুর উপজেলার ওটরা গ্রামে ভ্যানচালক শহীদুল বেপারীর (৪০) হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে এলাকাবাসী। শুক্রবার সকালে প্রায় দু`ঘণ্টা উজিরপুর-সাতলা সড়কে এ বিক্ষোভ চলে।
এদিকে, এ ঘটনায় নিহতের স্ত্রী রাশিদা বেগম বাদী হয়ে তিন জনকে আসামি করে উজিরপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
নিহতের স্বজনদের বরাত দিয়ে উজিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. ফারুক খান জানান, ঘরের সামনে পানি জমে থাকায় শহীদুলের বড় ভাই মাহবুব তাদের চাচাতো ভাই নান্নান বেপারীরকে না জানিয়ে তার বাড়ির আঙিনায় রাখা বালু নিয়ে এসে সেখানে দেয়।
বিষয়টি জানলে নান্নান বেপারীরর সঙ্গে মাহবুবের কথা কাটকাটি হয়। পরে তাদের মধ্যে এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয়। এ সময় শহীদুল বেপারী ছুটে আসলে দরজার লাট দিয়ে নান্নান বেপারী তার মাথার পিছনে আঘাত করলে তিনি ঘটনাস্থলেই জ্ঞান হারায়। পরে স্বজনরা উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক ডা. শামসুদ্দিন তাকে মৃত ঘোষণা করেন।
ওসি আরো জানান, এ ঘটনায় গত রাতেই নিহত শহীদুল বেপারীর স্ত্রী রাশিদা বেগম বাদী হয়ে হান্নান, তার স্ত্রী রহিমা বেগম ও ছেলে রাব্বিকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন। তাদের আটকের জন্য অভিযান চালানো হচ্ছে।
সাইফ আমীন/এআরএ/আরআই