রাজনীতিতে ভারতের হস্তক্ষেপ চাই না : খন্দকার মাহবুব


প্রকাশিত: ০৯:১৪ এএম, ২১ সেপ্টেম্বর ২০১৪

বাংলাদেশের রাজনীতিতে ভারতের হস্তক্ষেপ চাই না বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট খন্দকার মাহবুব হোসেন। রোববার সুপ্রিমকোর্টের শহীদ শফিউর রহমান মিলনায়তনে বাংলাদেশ ‘ল টাইমস’ আয়োজিত  ভিসা এবং সর্বোচ্চ সাজা বিষয়ক দিনব্যাপী আন্তর্জাতিক সেমিনারে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আমরা বাংলাদেশের রাজনীতিতে ভারতের হস্তক্ষেপ চাই না। তবে গণতন্ত্র রক্ষায় তাদের সহযোগিতা কামনা করি।

অসিত বরণ বসুকে উদ্দেশ্য করে মাহবুব বলেন, একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গনতন্ত্র প্রতিষ্ঠায় মমতা ব্যানার্জীকে পাশে দাঁড়াতে হবে। গণতন্ত্র রক্ষায় ভারতের হস্তক্ষেপ নয় আমাদের নৈতিক সমর্থন প্রয়োজন। আশা করি মমতা ব্যানার্জিসহ ভারত সরকার তথা ভারতের জনগণ আমাদের পাশে থাকবে।

সেমিনারে সভাপতিত্ব করেন সহকারি অ্যাটর্নি জেনারেল আশেক মোমিন। বিশেষ অতিথি ছিলেন পশ্চিমবঙ্গ বার কাউন্সিলের চেয়ারম্যান ও মমতা ব্যানার্জীর ঘনিষ্টজন হিসেবে পরিচিত অসিত বরণ বসু।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।