বৃষ্টি বিঘ্নিত ম্যাচে নিউজিল্যান্ডের জয়


প্রকাশিত: ০৩:০০ এএম, ০৬ জুলাই ২০১৪

শনিবার রোসেউয়ের উইন্ডসরে টস হেরে ব্যাট করতে নামে ওয়েস্ট ইন্ডিজ। তাদের ইনিংসের পঞ্চম ওভারে বৃষ্টি নামলে ম্যাচের দৈর্ঘ্য নেমে আসে ১৮ ওভারে। তাতে ৮ উইকেটে ১৩২ রান করে স্বাগতিকরা।

সর্বোচ্চ ৫২ রান করেন আন্দ্রে ফ্লেচার। ম্যাচ সেরা এই খেলোয়াড়ের ৩৯ বলের ইনিংসে ছিল ১টি চার ও ৪টি ছক্বা।এছাড়া ড্যারেন ব্রাভো ৩০ ও কাইরন পোলার্ড ১৬ রান করেন। নিউজিল্যান্ডের পক্ষে টিম সাউদি, ট্রেন্ট বোল্ট ও কোরি অ্যান্ডারসন দুটি করে উইকেট নেন।

জবাবে নিউজিল্যান্ড ইনিংসের ১৫ তম ওভারে বৃষ্টি নামলে সেখানেই খেলার সমাপ্তি হয়। সে সময় জয়ের জন্য ১০৬ রান প্রয়োজন ছিল দলটির।বৃষ্টি নামার আগে ৪ উইকেটে ১১৭ রান করায় ১২ রানের জয় পায় অতিথিরা। সর্বোচ্চ ৪০ রান করে অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম। ২৮ রানে অপরাজিত থাকেন রস টেইলর।২২ রানে ৩ উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজের সেরা বোলার অধিনায়ক স্যামি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।