রাজবাড়ীতে মেয়াদ উত্তীর্ণ ওষুধ খেয়ে গৃহবধূ অসুস্থ


প্রকাশিত: ০৪:৩৪ এএম, ০৩ জুলাই ২০১৫
ফাইল ছবি

রাজবাড়ীতে মেয়াদ উত্তীর্ণ ওষুধ খেয়ে মিনু বেগম (৪০) নামে এক গৃহবধূকে অসুস্থ অবস্থায় রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার রাতে তাকে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। অসুস্থ মিনু বেগম জেলা সদরের দাদশী ইউনিয়নের গোপিনাথদিয়া এলাকার নিজাম মিয়ার স্ত্রী।

পারিবারিক সূত্রে জানা যায়, জ্বর ও অন্যান্য সমস্য থাকায় বিকেলে মিনু বেগমকে সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক দ্বারা সেবা গ্রহণ করেন। চিকিৎসকের ব্যবস্থাপত্র অনুযায়ী শহরের কিউ জামান মেডিকেল স্টোর থেকে ওষুধ কেনা হয়। সেই ওষুধ খেয়ে তিনি অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিক তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এসময় চিকিৎসকের উপর চড়াও হন রোগীর স্বজনরা। তখন চিকিৎসক ওষুধের পাতার গায়ের তারিখ দেখে তা লক্ষ্য করে বলেন, মেয়াদ উত্তীর্ণ ওষুধ খেয়ে এ সমস্যা হয়েছে।

পরে রোগীর স্বজনরা ক্ষিপ্ত হয়ে কিউ জামান মেডিকেল স্টোরে গিয়ে ভাঙচুরের চেষ্টা করলে টহোল পুলিশের বাঁধায় তা করা সম্ভব হয়নি।

এ খবর পেয়ে সদর থানার উপপরিদর্শক (এস আই) তারেকুজ্জামান এসে ওই মেয়াদ উত্তীর্ণ ওষুধগুলো জব্দ করেন। এ ঘটনায় মিনু বেগমের স্বামী নিজাম মিয়া সদর থানায় অভিযোগ করবেন বলে জানা গেছে।

রুবেলুর রহমান/এমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।