অভিষেকেই চ্যাম্পিয়ন দিমিত্রভ

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৪:৫৮ এএম, ২১ নভেম্বর ২০১৭

শিরোপা দিয়ে এটিপি ট্যুর ফাইনালসের অভিষেকটা রাঙিয়ে রাখলেন গ্রিগর দিমিত্রভ। এটিপি ফাইনালসের ইতিহাসে ১৯৯৮ সালের পর প্রথম খেলোয়াড় হিসেবে অভিষেকেই শিরোপা জয়ের কৃতিত্ব দেখালেন বুলগেরিয়ার এই তারকা।

রাফায়েল নাদাল ও রজার ফেদেরারকে হারিয়ে ফাইনালে ফেভারিট ছিলেন ডেভিড গোফিন। কিন্তু শেষ হাসি হাসলেন গ্রিগর দিমিত্রভ। ডেভিড গোফিনকে ৭-৫, ৪-৬, ৬-৩ গেমে হারিয়ে ক্যারিয়ারের সবচেয়ে বড় শিরোপাটি ঘরে তোলেন দিমিত্রভ।

দারুণ এই কীর্তি গড়ার পর দিমিত্রভ বলেন, ‘এটা আমার কাছে দারুণ, অবিশ্বাস্য অর্জন। এইমাত্র যা করেছি তা আমি এখনও ভাবার চেষ্টা করছি। তবে এখনও আমার অন্যতম মূল লক্ষ্য হলো একটি গ্র্যান্ড স্ল্যাম জয়। এটা সবসময়ই আমার একটা স্বপ্ন হয়ে আছে। সেই লক্ষ্যেই আমি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি।’

এদিকে গ্রুপ পর্ব, সেমি-ফাইনাল ও ফাইনাল মিলিয়ে পাঁচ ম্যাচের সবকটিতে জিতে প্রায় ২১ লাখ ইউরো প্রাইজমানি পেয়েছেন ষষ্ঠ বাছাই হিসেবে টুর্নামেন্ট শুরু করা দিমিত্রভ।

এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।