খুলনা সিটি কর্পোরেশনের বিশেষ সভা অনুষ্ঠিত


প্রকাশিত: ১১:৫৪ এএম, ০২ জুলাই ২০১৫

খুলনা সিটি কর্পোরেশনের দশম বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।  বৃহস্পতিবার বেলা ২টায় নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে  কেসিসি মেয়র মোহাম্মদ মনিরুজ্জামানের সভাপতিত্বে এ অনুষ্ঠিত হয়।

সভায় বাংলাদেশ মিউনিসিপ্যাল ডেভেলপমেন্ট ফান্ড (বিএমডিএফ) এর অর্থায়নে ৩০ কোটি টাকা ব্যয়ে খালিশপুর চিত্রালী পৌর কিচেন মার্কেটসহ ৩১টি ওয়ার্ডে রাস্তা, ড্রেন, কালভাট, নির্মাণ ও পুনঃনির্মাণের সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় সিটি মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান টেকসই উন্নয়নের ওপর গুরুত্বারোপ করে বলেন, নাগরিক সুবিধা বৃদ্ধির লক্ষ্যে নগরীর সামগ্রিক উন্নয়ন ত্বরান্বিত করতে হবে এবং গুরুত্বপূর্ণ কাজসমূহ অগ্রাধিকার ভিত্তিতে সম্পন্ন করতে হবে।  তিনি নগরীর সুষম উন্নয়নের জন্য সকলকে আন্তরিকতার সঙ্গে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।  এছাড়া সকল কাজে স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত হওয়ার কথা বলেন।  কেসিসি`র সকল নির্মাণ কাজের গুণগতমান নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি।

সভায় কেসিসি`র প্যানেল মেয়র মো. আনিসুর রহমান বিশ্বাস, শেখ হাফিজুর রহমান, রুমা খাতুন সহ কাউন্সিলর, সংরক্ষিত আসনের কাউন্সিলর, সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রকল্পের কর্মকর্তাগণ উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ প্রস্তাবনা পেশ করেন।

আলমগীর হান্নান/এআরএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।