ইসরাইলকে সহযোগিতায় মার্কিন সিনেটে বিল পাস


প্রকাশিত: ০১:১৫ পিএম, ২০ সেপ্টেম্বর ২০১৪

ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সম্পর্ক শক্তিশালী করার জন্য সিনেট একটি বিল পাস করেছে। একই সাথে ইসরাইলকে গুরুত্বপূর্ণ কৌশলগত মিত্র বলে ঘোষণা দিয়েছে মার্কিন সিনেট। আমেরিকা ও ইসরাইল কৌশলগত অংশীদার শীর্ষক এ আইনের প্রতি সমর্থন দিয়েছেন তিন-চতুর্থাংশের বেশি সিনেটর।

ইরানের প্রেস টিভি জানায়- এ আইনের পক্ষে ১০০ সিনেটরের মধ্যে ৮১ জন ভোট দেন যার মধ্যে রয়েছেন সিনেটর বারবারা বক্সার এবং রয় ব্লান্ট।

বিল পাসের পর সিনেটর ব্লান্ট বলেন, প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যানের সময় থেকেই ইসরাইলের সঙ্গে আমেরিকার সহযোগিতামূলক ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।

এই বিল পাসের ফলে ইসরাইলের সঙ্গে আমেরিকার বাণিজ্য বাড়াতে হবে এবং জ্বালানি, পানি ও আরো কিছুক্ষেত্রে সহযোগিতা বাড়বে।

এছাড়া, ইসরাইলকে প্রতি বছর ১৮০ কোটি ডলারের অস্ত্র দেবে আমেরিকা। এতে আগের চেয়ে ২০ কোটি ডলারের অস্ত্র বেশি পাবে তেল আবিব।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।