ছাতকে আ.লীগের দু’গ্রুপের সংঘর্ষে আহত ১০


প্রকাশিত: ০৯:১১ এএম, ০১ জুলাই ২০১৫

সুনামগঞ্জের ছাতকে একই স্থানে আ.লীগের দু` গ্রুপের ঘোষিত মানববন্ধন ও প্রতিবাদ সভাকে কেন্দ্র করে সংষর্ষে ১০ নেতাকর্মী আহত হয়েছেন। বুধবার সকাল ১০টায় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের রাজাপুর বাজারে এ ঘটনা ঘটে। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

জানা যায়, উপজেলার কালারুকা ইউনিয়নের রাজাপুর বাজারে আ.লীগের এমপি মুহিবুর রহমান মানিক সমর্থিত মানিক গ্রুপের প্রতিবাদ সভা ও ছাতকের পৌর মেয়র আবুল কালাম চৌধুরী সমর্থিত কালাম গ্রুপ একই স্থানে মানববন্ধন কর্মসূচির ষোষণা দেয়। সকাল ১০টায় পূর্ব ঘোষিত কর্মসূচি পালনের জন্যে দু’পক্ষ রাজাপুর বাজারে আসলে সংঘর্ষের সূত্রপাত ঘটে।

এসময় মানিক গ্রুপে আব্দুল আউয়াল ও কালাম গ্রুপের নেতৃত্ব দেন শামীম। ঘটনার সময় দু’পক্ষই তাদের পূর্ব ঘোষিত মানববন্ধন ও প্রতিবাদ সভা একই স্থানে সম্পন্ন করার কথা বলায় দু’পক্ষই সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে তারেক (২৫), বিলাল (২৪), আলী হোসেন (২৬), আনোয়ার (৩৫)সহ ১০ ব্যক্তি আহত হয়েছেন।

এদের মধ্যে মানিক গ্রুপের আলী হোসেনকে গুরুতর আহত অবস্থায় সিলেট ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ছামির মাহমুদ/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।