দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও জয় সম্ভব : মাশরাফি


প্রকাশিত: ০৭:০১ এএম, ০১ জুলাই ২০১৫

বিশ্বকাপে আকাশ ছোঁয়া সাফল্য। এরপর টানা দুই পরাশক্তির পাকিস্তান ও ভারতের বিপক্ষে সিরিজ জয়। এবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও আক্রমণাত্মক ক্রিকেট খেলে প্রত্যাশিত জয় পাওয়া সম্ভব বলে মনে করেন টাইগার দলপতি মাশরাফি।

এ সম্পর্কে বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা বলেন, পূর্বের ন্যায় আসন্ন সিরিজেও বাংলাদেশ আক্রমণাত্মক ক্রিকেট খেলে শক্তিশালী দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও জয় লাভ করবে।

মাশরাফি বিন মর্তুজা আরও বলেন, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চ্যালেঞ্জটা বেশ কঠিন। কিন্তু আমরা সেরাটা দিয়েই খেলবো।

এদিকে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেই ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার যোগ্যতা অর্জন করে বাংলাদেশ। কিন্তু হঠাৎ করেই জিম্বাবুয়ে-পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ ত্রিদেশীয় সিরিজ আয়োজনের সিদ্ধান্ত নিলে, শঙ্কা জাগে টাইগারদের স্বপ্নচুরির। কিন্তু, এসব নিয়ে চিন্তা করে, বাড়তি চাপ নিতে চায় না বাংলাদেশ।

মাশরাফি বিন মর্তুজা বলেন, চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে আলাদা কোন চাপ নিতে চাই না। নিজেদের ধারাবাহিকতা দিয়ে আমরা চ্যাম্পিয়ন্স ট্রফিতে জায়গা করে নিতে চাই।

গত বছর মাশরাফি পুনরায় ওয়ানডে দলের অধিনায়কত্ব পাবার পর থেকেই দারুণ সাফল্য পাচ্ছেন। ১৭ ম্যাচে ১৩ জয়। বিসিবি সভাপতি থেকে শুরু করে আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসা ম্যাশের ক্যাপ্টেনসির। তবে, টাইগার অধিনায়ক কৃতিত্ব দিলেন পুরো দলের।

এমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।