চলে গেলেন ভাষাসৈনিক উ সুয়ে


প্রকাশিত: ০৬:২৬ এএম, ০১ জুলাই ২০১৫

পটুয়াখালীর ভাষাসৈনিক উ সুয়ে হাওলাদার ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছেন। মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে কলাপাড়া উপজেলায় নিজ বাড়িতে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।

উ সুয়ের ভাতিজি ম্যাইনথ্যান প্রমিলা তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, উ সুয়ে দীর্ঘদিন ধরে পীত্তথলির ক্যান্সারে ভুগছিলেন।
১৯৩২ সালে পটুয়াখালীর কলাপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন উ সুয়ে। ১৯৫২ সালে ভাষা আন্দোলনের সময় তিনি বরিশাল ব্যাপ্টিস্ট মিশন স্কুলে ম্যাট্রিকুলেশনের (এসএসসি) পরীক্ষার্থী ছিলেন। আন্দোলন-সংগ্রামে জড়িয়ে পড়ার কারণে তিনি ওই বছর পরীক্ষায় অংশ নিতে পারেননি। এর আগে থেকেই তিনি ছাত্র ইউনিয়নের রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়েন।

রাখাইন সম্প্রদায়ের অস্তিত্বকে টিকিয়ে রাখাতে অন্য সব রাখাইনদের সঙ্গে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত সংগ্রাম করেন এই ভাষাসৈনিক। উ সুয়ে হাওলাদারের হাতেই তৈরি হয়েছে ‘পটুয়াখালি জেলা রাখাইন সমাজকল্যাণ সমিতি’। মৃত্যু পর্যন্ত এই সংগঠনের সভাপতি পদে দায়িত্বে ছিলেন তিনি।

এসকেডি/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।