৫৫ বছর পর চালু হচ্ছে যুক্তরাষ্ট্র-কিউবা দূতাবাস
প্রতিবেশী দেশ হলেও প্রায় ৫৫ বছর পর পরস্পরের দেশে দূতাবাস খোলার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র এবং কিউবা। বুধবার হোয়াইট হাউজে এই সংক্রান্ত একটি ঘোষণা দেবেন আমেরিকান প্রেসিডেন্ট বারাক ওবামা।
যদিও ১৯৭৭ সাল থেকে দুই দেশের রাজধানীতে একটি ‘ইন্টারেস্ট সেকশন’ নামের একটি কূটনৈতিক দফতর চালিয়ে আসছে প্রতিবেশী দেশ দুটি, কিন্তু তা পুরোপুরি দূতাবাসের মর্যাদা পায়নি।
কবে থেকে দূতাবাসগুলো চালু হবে, তা এখনো নির্ধারণ হয়নি। তবে ধারণা করা হচ্ছে, জুলাইয়ের মাঝামাঝি এই প্রক্রিয়া শুরু হবে।
১৯৫৯ সালে যুক্তরাষ্ট্র সমর্থিত কিউবার বাতিস্তা সরকারে উৎখাতের পর দুইদেশের কূটনৈতিক সম্পর্ক নষ্ট হয়ে যায়। তবে গত বছর থেকে দুই দেশ আবারো পরস্পরের সম্পর্ক স্বাভাবিক করার প্রক্রিয়া শুরু করেছে।
এসকিডি/এমএস