মার্কিন হামলায় নয়, লাদেনের মৃত্যু হয়েছিল স্বাভাবিকভাবেই!


প্রকাশিত: ০৫:২২ পিএম, ৩০ জুন ২০১৫

মার্কিন সেনার হাতে নয়, আল কায়দা প্রধান ওসামা বিন লাদেনের মৃত্যু হয়েছিল স্বাভাবিকভাবেই, ২০০৫ সালে! এমনই চাঞ্চল্যকর দাবি করলেন পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই-এর প্রাক্তন প্রধান হামিদ গুল।

সোমবার পাকিস্তানের জিও নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে গুল জানিয়েছেন, তার মতে, ওসামা অ্যাবোটাবাদে ছিলেনই না। তিনি দাবি করেন ওসামা ২০০৫ সালে স্বাভাবিকভাবেই মারা যান।

লাদেনের মৃত্যুর চার বছর পরে গুলের এই মন্তব্যে বেশ শোরগোল পড়েছে।

২০১১ সালের ১ মে, পাকিস্তানের খাইবার-পাখতুনখোয়া প্রদেশের অন্তর্গত অ্যাবোটাবাদের প্রাসাদোপম বাসভবনে মার্কিন নৌসেনার নেভি সিল সিক্স কম্যান্ডোদের হামলায় লাদেনের মৃত্যু হয়। মার্কিন সেনার দাবি ছিল, নিধনের পর তারা লাদেনের দেহকে সেদেশে নিয়ে গিয়ে সমুদ্রে সলিল সমাধিস্থ করে।

এসআরজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।