প্রাক্তন আইজিপি কিবরিয়াকে পুলিশের শ্রদ্ধা


প্রকাশিত: ১১:৫৬ এএম, ৩০ জুন ২০১৫

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও প্রাক্তন আইজিপি এ. বি. এম. জি. কিবরিয়াকে আনুষ্ঠানিকভাবে শেষ শ্রদ্ধা জ্ঞাপন করেছে বাংলাদেশ পুলিশ। বিউগলের করুণ সুর, সশস্ত্র সালাম, রিভার্স আর্মস স্যালুট আর পুষ্পার্ঘের মাধ্যমে পুলিশের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীগণ বিদায় জানান তাকে।

মঙ্গলবার সকালে মরহুমের প্রথম জানাযা রাজারবাগ পুলিশ লাইনস্ কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হয়।
জানাযায় এসবির অতিরিক্ত আইজিপি ড. মো. জাবেদ পাটোয়ারী, সিআইডির অতিরিক্ত আইজিপি শেখ হিমায়েত হোসেন, অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মো. মোখলেসুর রহমান, অতিরিক্ত আইজিপি (এইচআরএম) মো. মইনুর রহমান চৌধুরী, অতিরিক্ত আইজিপি (ফিন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট) মো. আবুল কাশেম, ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া উপস্থিত ছিলেন।

এছাড়া ঢাকাস্থ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধানগণ, বর্তমান ও সাবেক ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ, পুলিশ সদস্যগণ, মরহুমের সহকর্মীগণ, আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধব জানাযায় অংশগ্রহণ করেন।

জানাযা শেষে একটি সুসজ্জিত পুলিশ দল মরহুমকে ফিউনারেল গার্ড অব অনার প্রদান করে। এ সময় বিউগলে করুণ সুর বাজানো হয়।

বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) এ কে এম শহীদুল হক এর পক্ষে এসবির অতিরিক্ত আইজিপি ড. মো. জাবেদ পাটোয়ারী, সিআইডির অতিরিক্ত আইজিপি শেখ হিমায়েত হোসেন, অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মো. মোখলেসুর রহমান, বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতি নেতৃবৃন্দ মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণ করেন।

পরে বাদ জোহর গুলশান আজাদ মসজিদে দ্বিতীয় জানাযা শেষে মরহুমের মরদেহ নারিন্দা কবরস্থানে দাফন করা হয়।

উল্লেখ্য, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও প্রাক্তন আইজিপি এ. বি. এম. জি. কিবরিয়া গত ২৮ জুন রোববার রাতে ইন্তেকাল করেন।

জেইউ/আরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।