বকশীগঞ্জে ছাগলে ক্ষেত খাওয়াকে কেন্দ্র করে বাড়িতে হামলা


প্রকাশিত: ১০:৫০ এএম, ৩০ জুন ২০১৫

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ছাগলে পাট ক্ষেত খাওয়াকে কেন্দ্র করে বাড়িঘরে হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে। এসময় হামলায় বাঁধা দিতে গিয়ে অন্তত ১৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার মেরুরচর ইউনিয়নের বাগাডুবা গ্রামে এই ঘটনা ঘটে।

জানা যায়, সোমবার বকশীগঞ্জ উপজেলার মেরুরচর ইউনিয়নের বাগাডুবা গ্রামের ছানা মিয়ার ছাগল একই গ্রামের শফিকুল মিয়ার পাট ক্ষেত খেয়ে নষ্ট করে। এই নিয়ে ছানা মিয়া ও শফিকুলের মধ্যে কথা কাটাকাটি হয়। মঙ্গলবার এই ঘটনাকে কেন্দ্র করে ছানা মিয়া, ধলা মিয়া এবং একই গ্রামের চিহ্নিত ডলার ব্যবসায়ী হিসেবে পরিচিত সওদাগরের নেতৃত্বে শতাধিক লোকজন দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে শফিকুলের বাড়িঘরে হামলা চালান। এসময় হামলাকারীরা বাড়িঘরে ব্যাপক ভাঙচুর চালিয়ে ধান-চাল ও নগদ টাকা লুটপাট করে নিয়ে যান।

লুটপাটের সময় বাঁধা দিতে গিয়ে আমরুল হক (৪৫), ছকমল বেওয়া (৫০), সৈয়দর আলী (৩০), রত্না বেগম (১৮), শুক্কুর আলী (৩০), আজাদ আলী (১৮), দুদু মিয়াসহ (৫৫) অন্তত ১৫ জন আহত হন। এদের মধ্যে গুরুতর আহত ৭ জনকে বকশীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।  

এ ব্যাপারে বকশীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাছিনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে জানান, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

শুভ্র মেহেদী/এমজেড/এমআরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।