সহজ জয় শারাপোভা-সেরেনা-জকোভিচের
উইম্বলডনের প্রথম রাউন্ডে তারকাদের কোনো রকম অসুবিধায় পড়তে হয়নি। শারাপোভা, সেরেনা, ইভানোভিচ ও জকোভিচের মতো তারকা খেলোয়াড়রা প্রতিপক্ষকে সহজে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন।
টুর্নামেন্টে মেয়েদের চতুর্থ বাছাই মারিয়া শারাপোভার বিরুদ্ধে ছিলেন ব্রিটিশ প্লেয়ার জোহানা কন্টা। কন্টাকে ৬-২, ৬-২ গেমে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে পৌঁছান এই রাশিয়ান সুন্দরী।
মেয়েদের এক নম্বর খেলোয়াড় সেরেনা উইলিয়ামস রাশিয়ান প্রতিপক্ষ মার্গারিটা গাসপারিয়ানকে হারিয়েছেন ৬-৪, ৬-১ গেমে। তবে সেরেনার থেকেও বেশি ভয়ঙ্কর ছিলেন বড় বোন ভেনাস উইলিয়ামস। যুক্তরাষ্ট্রেরই ম্যাডিসন ব্রেঙ্গলকে ডাবল ব্যাগেল ৬-০, ৬-০ গেমে উড়িয়ে দেন তিনি।
ইভানোভিচ ৬-১, ৬-১ গেমে জয় পেয়েছেন ফান জু-র বিরুদ্ধে। তবে জয়ের চেয়েও বেশি আলোচনা ছিল প্রেমিক সোয়াইনস্টাইগারের খেলা দেখতে আসা। ভিক্টোরিয়া আজারেঙ্কা অ্যানেট কোন্টাভিটকে ৬-২, ৬-১ গেমে হারিয়েছেন।
ছেলেদের এক নম্বর তারকা জকোভিচ জার্মানির ফিলিপ কোলস্ক্রাইবারকে সহজেই হারিয়েছেন ৬-৪, ৬-৪ এবং ৬-৪ গেমে। জকোভিচ সহজ জয় পেলেও জাপানের কেই নিশিকোরিকে চাপে ফেলে দিয়েছিলেন ইতালিয়ান সিমোন বোলেল্ল।
শেষ পর্যন্ত নিশিকোরি জিতেছেন ৬-৩, ৬-৭, ৬-২, ৩-৬, ৬-৩ গেমে। সম্প্রতি ফরাসি ওপেন জয়ী ভাভরিঙ্কা ৬-২, ৭-৫, ৭-৬ গেমে হারান পর্তুগালের জোয়াও সৌজাকে।
তবে প্রথম দিন অঘটন বলতে টেনিস-জীবনের শেষ টুর্নামেন্টের প্রথম রাউন্ডেই হিউইটের হেরে যাওয়া। ফিনল্যান্ডের জার্কো নিয়েমিনেনের কাছে পাঁচ সেটের লড়াইয়ে ৩-৬, ৬-৩, ৪-৬, ৬-০ এবং ১১-৯ গেমে হেরে ক্যারিয়ার শেষ করেন তিনি।
মঙ্গলবার কোর্টে নামছেন রজার ফেদেরার, রাফায়েল নাদাল ও অ্যান্ডি মারের মতো শীর্ষ তারকারা।
আরটি/বিএ/আরআইপি