নভেম্বরে প্রথম দিবা-রাত্রির টেস্ট


প্রকাশিত: ০৯:১৬ এএম, ৩০ জুন ২০১৫

চলতি বছরের নভেম্বরের শেষে প্রথম দিবা-রাত্রির টেস্ট ম্যাচ হতে চলেছে। গোলাপি কোকাবুরা বলে প্রথম দিন ঐতিহাসিক টেস্ট ম্যাচ হবে অ্যাডিলেডে। দিবা-রাত্রির এই ম্যাচটি শুরু হবে নভেম্বরের ২৭ তারিখ হতে। চ্যাপেল-হ্যাডলি ট্রফিতে খেলবে দুই প্রতিবেশি দেশ অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড।

টি-২০ আসার পর টেস্টের জনপ্রিয়তা কিছুটা কমে যায়। টেস্ট দেখতে স্টেডিয়ামতো বটেই টিভিতেও তেমন উৎসাহ দেখা যায় না। তখন থেকেই ওয়ানডে-টি২০ এর মতো দিন-রাতের টেস্ট আয়োজনের ভাবনা শুরু হয়। এতে দর্শকদের মাঠে আসতে সুবিধা হবে। কিন্তু বল সমস্যার কারণে তা আর হয়ে উঠছিল না। শেষ পর্যন্ত টেস্টে গোলাপি বল তৈরি করে সে সমস্যার সমাধান করা হয়।

যদিও বিশ্বের অনেক তারকাই গোলাপি বলকে ভালোভাবে স্বাগত জানাননি। অস্ট্রেলিয়া বিশ্বকাপের সেরা তারকা মিশেল স্টার্ক বলেন, ‘এটা লাল বলের মতো সুইং করে না এবং দ্রুত নরম হয়ে যায়।’ এছারাও বাউন্ডারি থেকে এই বল দেখা যায় না বলে উল্লেখ করেন এই তারকা।

তারপরও আইসিসি টেস্টের জনপ্রিয়তা ধরে রাখার লক্ষ্যে গোলাপি বলেই খেলার সিদ্ধান্ত নিয়েছে। অ্যাডিলেডের সময় অনুযায়ী দুপুর আড়াইটা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত হবে এই টেস্ট ম্যাচ।

আরটি/বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।