টার্গেট এবার দক্ষিণ আফ্রিকা


প্রকাশিত: ০৪:৫৯ এএম, ৩০ জুন ২০১৫

একের পর এক বড়বড় দলকে হারিয়ে জিতটা যেন টাইগাদের অভ্যাসেই পরিনত হয়েছে। তাইতো বিশ্বের যতবড় দলই হোক না কেন সমীয় করে খেলার অভ্যাস অনেক আগেই ছেড়ে দিয়েছে টাইগার বাহিনী। ইতোমধ্যে, ইংল্যান্ড, পাকিস্তান, ভারতের মতো দল হারিয়ে বিশ্বজুড়ে নিজেদের যোগ্যতার প্রমাণ দিয়েছে বাঙলার দামলরা।এবার সময় হয়েছে এই তালিকাটা আরো একটু লম্বা করার। সময় হয়েছে জয়রথটাকে আরও দীর্ঘপথে চালিত করার।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের এই লম্বা পূর্ণাঙ্গ সিরিজটা শুরু হচ্ছে টি-টোয়েন্টি দিয়ে। সিরিজ শুরুর আগে দলের খেলোয়াড়দের অনুশীলনে ব্যস্ত থাকতে দেখা গেছে।

মারকুটে  ব্যাটসম্যান ও দারুণ কার্যকর বোলার-ফিল্ডার সাব্বির বলছেন, তারা দক্ষিণ আফ্রিকাকে বধ করার একেবারে নির্দিষ্ট পরিকল্পনা এখনও করে উঠতে পারেননি তবে ২-১ দিনের মধ্যে হয়তোবা প্ল্যানিং করা হবে।  

যদিও বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে স্পিন নিয়েই ঝাঁপিয়ে পড়বে, সেটা উড়িয়ে দিলেন না সাব্বির। তিনি বলেন, আমরা অনেকদিন এশিয়ার মধ্যেই খেলছি। ওরা অনেকদিন পর খেলতে আসছে। আশাকরি আমরা স্পিনে বেশি জোর দেবো। ওদের পেস বলে কিছু আমরা আপার লেভেল শট খেলছি, যেমন পুল, স্কয়ার কাট। চেষ্টা করবো ভালো কিছু করার জন্য।’

এদিকে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে এক মাসের সফরে মঙ্গলবার সাড়ে পাঁচটায় বাংলাদেশ পৌঁছাবে দক্ষিণ আফ্রিকার জাতীয় ক্রিকেট দল।

বাংলাদেশি ক্রিকেটপ্রেমিদের আশা এই সিরিজে টাইগাররা যেনো এমন কিছু করে দেখায় যাতে উল্লাসে ফেটে পাড়ে সারা বাংলাদেশ।

এসকেডি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।