জয়সুরিয়ার জন্মদিন আজ


প্রকাশিত: ০৩:৫৫ এএম, ৩০ জুন ২০১৫

শ্রীলঙ্কার কিংবদন্তি ব্যাটসম্যান সনাথ জয়সুরিয়া জন্মদিন আজ। ১৯৬৯ সালের এদিনে জন্মগ্রহণ করেন তিনি।

১৯৯৬ বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ৪৪ বলে ৮২ রান তাকে বিখ্যাত করে দেয়। একই বছর সিঙ্গাপুরে পাকিস্তানের বিপক্ষে ৬৫ বলে ১৩৪ এবং পরে ১৭ বলে ৫০ রান করেন জয়সুরিয়া। ২০০৭-এ তিনি তৃতীয় স্পিনার হিসেবে ৩০০ উইকেট পূর্ণ করেন ওডিআইতে। প্রথম ক্রিকেটার হিসেবে শ্রীলঙ্কার এই সাবেক অধিনায়ক ৪০০ ওডিআই খেলেন। রান করেছেন ১৩ হাজারের বেশি। ৩৮ বছর বয়সে টেস্ট থেকে অবসর নেন তিনি।

জয়সুরিয়া ২০১০ সালে শ্রীলঙ্কার সাধারণ নির্বাচনে অংশগ্রহণ করেন এবং মাতারা জেলা থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি সংসদীয় নির্বাচনে মাতার জেলা থেকে ৭৪,৩৫২টি ভোট পেয়ে প্রথম স্থান অধিকার করেন।

এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।