কাটার নিয়ে ব্যঙ্গচিত্রের সমালোচনায় ভারতীয় গণমাধ্যম


প্রকাশিত: ০৮:১২ পিএম, ২৯ জুন ২০১৫

বাংলাদেশের শীর্ষস্থানীয় একটি দৈনিকের সাপ্তাহিক রম্য ম্যাগাজিনে ভারতীয় দল ও বাংলাদেশি বোলার মুস্তাফিজকে নিয়ে সোমবার ছাপা হওয়া একটি ব্যাঙ্গচিত্র বিষয়ে প্রতিবেদন করেছে ভারতীয় সংবাদভিত্তিক টেলিভিশন চ্যানেল ইন্ডিয়ান ব্রডকাস্টিং নেটওয়ার্কের (আইবিএন-লাইভ) অনলাইন সংস্করণ।

প্রতিবেদনের শিরোনাম ছিল- ‘কুরুচিকর বিজ্ঞাপনের মাধ্যমে ভারতীয় দলকে লজ্জা দেওয়ার চেষ্টা বাংলাদেশের জনপ্রিয় দৈনিকের’। প্রতিবেদনটিতে তারা ব্যাঙ্গচিত্রটি তুলে ধরে সদ্য শেষ হওয়া বাংলাদেশ-ভারত সিরিজে ভারতের লজ্জাজনক হারের কথাও উল্লেখ করে।



এর আগে, সোমবার দৈনিক প্রথম আলোর সাপ্তাহিক রম্য ম্যাগাজিন ‘রসালো’র প্রচ্ছদে মুস্তাফিজুর রহমানের বিখ্যাত কাটার (অফকাটার) বিষয়ক ফোটো ক্যারিকেচারটি ছাপা হয়। এতে দেখা যায় একটি দোকানের নাম ‘টাইগার স্টেশনারি’, যার সাইনবোর্ডে একটি কাটার হাতে মুস্তাফিজ। নিচে লেখা- এখানে বাংলাদেশে প্রস্তুতকৃত মুস্তাফিজ কাটার পাওয়া যায়। এর নিচে টিম ইন্ডিয়ার সাত জন ক্রিকেটার একটি ব্যানার নিয়ে দাঁড়িয়ে, যাতে লেখা- আমরা ব্যবহার করেছি, আপনিও করুন। উল্লেখযোগ্য হলো অধিনায়ক ধোনিসহ এই সাত ক্রিকেটারেরই মাথার অর্ধেক চুল চেঁছে ফেলা।

ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে মাহফুজ রহমানের করা এই ফোটো ক্যারিকেচারটি ছড়িয়ে পড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

এসআরজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।