বাংলাদেশি দম্পতির মোটরবাইকে বিশ্বভ্রমণ


প্রকাশিত: ০৭:১৬ পিএম, ২৯ জুন ২০১৫

মোহাম্মদ শাহেদ ফেরদৌস (৪৭) আর ফাতেমা সুলতানা শামা (৪২)। সঙ্গে একটি হোন্ডা এলএ কাস্টম ২৫০টি মোটরসাইকেল।

মে মাসের ১৯ তারিখে এই বাংলাদেশি দম্পতি শুরু করেছিলেন তাদের অভিনব আন্তঃদেশ মোটরবাইক যাত্রা-‘রাইড ফর গ্রিন আর্থ’ (সবুজ পৃথিবীর জন্য ভ্রমণ)।

এরই মাঝে ভারত, নেপাল, ভুটান, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া ঘুরে এখন তারা মালয়েশিয়ায়। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব সম্পর্কে মানুষকে সচেতন করতে তারা বেরিয়ে পড়েছেন পৃথিবীর পথে। হাতে নিয়ে প্যামফ্লেট, যা বলছে- জলবায়ু পরিবর্তন কোনো বইয়ের কথা নয়, বাস্তব। এবং আমাদের প্রত্যেকেরই এর জন্য কিছু না কিছু করার আছে।

শাহেদ একটি প্রসাধন কোম্পানির ম্যানেজার ও বিশ্ব-পরিবেশক। শামা সরকারী কর্মকর্তা। তারা নিজেদের গাঁটের পয়সা খরচ করে এই সবুজ-বার্তা নিয়ে পৌঁছোচ্ছেন মানুষের কাছে।

“সব দেশেই আমরা মানুষের সঙ্গে কথা বলছি, গণমাধ্যমকে জানাচ্ছি, বোঝানোর চেষ্টা করছি- জলবায়ু পরিবর্তনের মারাত্মক প্রভাব মোকাবেলায় আমাকে-আপনাকেই কিছু করতে হবে”। বললেন শাহেদ।

এই দম্পতি জানান, কোথাও কোথাও তাদের আটকানো হয়েছে, কিন্তু সব জানার পর ইমিগ্রেশন পেরোতে সমস্যা করেনি কোথাও।

মালয়েশিয়ার পর তাদের পরবর্তী গন্তব্য থাইল্যান্ড। এরপর তালিকায় আছে ব্রুনেই, ফিলিপিন্স, লাওস, ভিয়েতনাম, ক্যাম্বোডিয়া এবং মায়ানমার।

এসআরজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।