অপহরণকারী যখন মেসিভক্ত


প্রকাশিত: ১২:৪৪ পিএম, ২৯ জুন ২০১৫

নাইজেরিয়ায় মেসির নাম বলাতেই প্রাণে বেঁচে গেছেন এক আর্জেন্টাইন কৃষিতত্ত্ববিদ। এ সপ্তাহের শুরুতে সান্তিয়াগো লোপেজ মেনেন্দেজ নামের এই কৃষিবিদকে অপহরণ করা হয়। তিনদিন বন্দী রেখে তার ওপর অমানবিক নির্যাতন চালায় অপহরণকারীরা। আমেরিকা বিদ্বেষী অপহরণকারিরা তকে উত্তর আমেরিকান মনে করেন। ইংরেজি কম জানার কারণে মেনেন্দেজ নিজেকে আর্জেন্টাইন প্রমাণের চেষ্টা করেও ব্যর্থ হন।

শেষ পর্যন্ত অত্যাচার সইতে না পেরে ‘মেসি, মেসি, মেসি’ বলে কান্না করলে তাদের অত্যাচার শান্ত হয়। অপহরণকারীরা বুঝতে পারেন তিনি আর্জেন্টাইন। তিনদিন বন্দি অবস্থায় থাকার পর যে কোম্পানিতে মেনেন্দেজ কাজ করেন সেখান থেকে মুক্তিপণ দিয়ে তাকে উদ্ধার করা হয়। তবে মুক্তিপণের পরিমাণ কত ছিল তা জানা যায়নি।

২৮ বছর বয়সী সান্তিয়াগো লোপেজ মেনেন্দেজ এক বছর ধরে পশ্চিম আফ্রিকান দেশে কৃষি প্রকৌশলী হিসাবে কাজ করে যাচ্ছিলেন। নাইজেরিয়ার শহর কন্টাগোরাতে তিনি সয়াবীন ও ভূট্টার চাষ করতেন।

আর্জেন্টিনায় মেনেন্দেজের ভাই জর্জ বলেন, মেসির নাম উচ্চারণ করায় তার জীবন বেঁচেছে।’

মেনেন্দেজ বর্তমানে সুস্থ আছেন এবং সোমবারই তার দেশে ফেরার কথা রয়েছে।

আরটি/এআরএস/আরআইপি


পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।