নূর হোসেনের শূন্য ওয়ার্ডে নির্বাচন ২ আগস্ট


প্রকাশিত: ১১:৩২ এএম, ২৯ জুন ২০১৫

নারায়ণগঞ্জের বহুল আলোচিত সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেনের ৪নং ওয়ার্ডে কাউন্সিলর পদে উপ-নির্বাচনের ভোট গ্রহণ আগামী ২ আগস্ট। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৫ জুলাই। আর বাছাই ৬ জুলাই এবং প্রত্যাহারের তারিখ ১৩ জুলাই। সোমবার জেলা নির্বাচন অফিসার ও উপ-নির্বাচনের রিটার্নিং অফিসার তারিফুজ্জামান এ তফসিল ঘোষণা করেন।

বণ্যপ্রাণি বন্যপ্রাণি সংরক্ষণ ও নিরাপত্তা আইনের এক মামলায় দণ্ড পাওয়ার সাত মাস পর গত ৭ মে স্থানীয় সরকার বিভাগ নূর হোসেনকে বরখাস্ত করে। একইসঙ্গে নূর হোসেনের কাউন্সিলর পদটি শূন্য ঘোষণা করে স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন শাখা থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। শূন্য পদে ভোটগ্রহণে নির্বাচন কমিশনকে অনুরোধও জানায় স্থানীয় সরকার মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়, স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন আইন) ২০০৯ এর ১৩ ধারা অনুযায়ী নূর হোসেনকে কাউন্সিলর পদ থেকে অপসারণ এবং পদটি শূন্য ঘোষণা করা হয়েছে। নূর হোসেন নারায়ণগঞ্জের বহুল আলোচিত সেভেন মার্ডারের ঘটনার পর ভারতে পালিয়ে যান। পরে সেখানকার পুলিশ অনুপ্রবেশের অভিযোগে তাঁকে গ্রেফতার করে।

বর্তমানে সে দেশের আদালতে তার বিরুদ্ধে মামলা চলছে। এছাড়া গত বছরের ৩০ সেপ্টম্বর বন্যপ্রাণী সংরক্ষণ আইনের একটি মামলায় নূর হোসেনকে এক বছরের কারাদণ্ড দেয় নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম এইচ এম শফিকুল ইসলাম। এই দুটি কারণ দেখিয়ে তাকে বরখাস্ত করা হয়।

সম্প্রতি সিটি কর্পোরেশনের এক সভায় নূর হোসেনকে অপসারণের বিষয়টি উত্থাপিত হয়। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আইন অনুযায়ী মেয়র ও কাউন্সিলর অপসারণ প্রসঙ্গে ১৩-এর (ক) ও (খ) ধারায় উল্লেখ করা হয়েছে, `যুক্তিসঙ্গত কারণ ব্যতিরেখে সিটি কর্পোরেশনে পরপর তিনটি মাসিক সভায় অনুপস্থিত থাকলে কাউন্সিলর পদ থেকে অপসারণযোগ্য হবেন। এছাড়া নৈতিক স্খলনজনিত অপরাধে আদালত কর্তৃক দণ্ডিত হলেও তিনি অপসারণযোগ্য হবেন।

অন্যদিকে, তফসিল ঘোষণার পরপরই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বেশ কয়েকজন প্রার্থী। সম্ভাব্য প্রার্থীদের মধ্যে রয়েছেন ব্যবসায়ী মনোয়ার হোসেন মনির, ওলামালীগের কেন্দ্রীয় কমিটর সাংগঠনিক সম্পাদক আমির হোসেন ভান্ডারী, যুবলীগ নেতা নজরুল ইসলাম, বিএনপি নেতা আইয়ুব আলী মুন্সী।

হোসেন চিশতী সিপলু/এআরএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।