২০২২ বিশ্বকাপের তারিখ পরিবর্তনের জন্য আবেদন


প্রকাশিত: ০৯:৩৪ এএম, ২৯ জুন ২০১৫

জুন-জুলাই মাসে কাতারের প্রচন্ড গরমের কথা বিবেচনা করে ২০২২ বিশ্বকাপের তারিখ পরিবর্তন করে নভেম্বর-ডিসেম্বরে আয়োজন করার সিদ্ধান্ত নিতে যাচ্ছে ফিফা। কিন্তু ফিফার এই সিদ্ধান্তের বিপক্ষে কোর্ট অব আরবিট্রেটন ফর স্পোর্টস (এলএফপি)-এর কাছে আপীল করেছে স্প্যানিশ ফুটবল লিগ। কাতার বিশ্বকাপ নিয়ে ফিফার সিদ্ধান্তের প্রতি চ্যালেঞ্জ করে কোন দেশের ফুটবল ফেডারেশনের এটাই প্রথম আনুষ্ঠানিক আপীল।

স্প্যানিশ লিগের দাবী জুন-জুলাইতে নয় বরং বিশ্বকাপের তারিখ পরিবর্তন করে মে-জুনে নেয়া হোক। এই আপীলের বিপরীতে শুনানির তারিখ এখনো নির্ধারণ করেনি কোর্ট।

তবে নভেম্বর-ডিসেম্বরে টুর্নামেন্ট অনুষ্ঠিত হলে ইউরোপীয়ান লীগের আটটি ব্যস্ত সপ্তাহ ক্ষতিগ্রস্থ হবে। এ কারণে তাদের জন্য আরো বেশী গ্রীষ্মকালীন সূচি প্রয়োজন হবে। স্প্যানিশ লিগ ইউরোপীয়ান পেশাদার ফুটবল লিগ গ্রপের সদস্য যারা সকলে মিলে আলোচনা করেই এই আপীলের সিদ্ধান্ত নিয়েছে।

এর আগে ফিফা ইউরোপীয়ান ক্লাব ও লিগের প্রস্তাবকৃত মে-জুনের পরিকল্পনাটি বাতিল করে দেয়। স্প্যানিশ স্পোর্টস পত্রিকা এএস এলএফপি সভাপতি জেভিয়ার তেবাসের বরাত দিয়ে বলেছে তারা ক্লাবগুলোর স্বার্থের কথা বিবেচনা করেই এই আপীল করেছে। বিশেষ করে যে ক্লাবগুলোর বেশীরভাগ খেলোয়াড় জাতীয় দলে খেলে তারা বেশ ক্ষতির মুখে পড়বে। পত্রিকাটির দাবী বিশ্বকাপ যদি শীতকালে হয় তবে এলএফপি প্রায় ৬৫ মিলিয়ন ইউরো (৭১.৬ মিলিয়ন মার্কিন ডলার) ক্ষতির মুখে পড়বে।

এমআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।