জিম্বাবুয়ে সফরে ভারতের অধিনায়ক রাহানে


প্রকাশিত: ০৮:৪৩ এএম, ২৯ জুন ২০১৫

সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে জিম্বাবুয়ে সফরে যাচ্ছে দুই বারের বিশ্বচ্যাম্পিয়ন ভারত। আর এ সফরে রাহানেকে অধিনায়ক করে ওয়ানডে দল ঘোষণা করেছে ভারত।

বাংলাদেশ সফরে তাদের ভরাডুবির পর অনিশ্চত ছিল টিম ইন্ডিয়ার জিম্বাবুয়ে সফর। তবে শেষ পর্যন্ত দল পাঠানোর ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয় বিসিসিআই। তবে এ সফরে ধোনি-কোহলি সহ সুরেশ রায়না, রোহিত শর্মা, শিখর ধাওয়ান ও রবিচন্দ্রন অশ্বিন সহ-সাতজন সিনিয়র ক্রিকেটারকে এই সফরে পাঠানো হচ্ছে না। এর পাশাপাশি শেষ দশ মাস ধরে দলের ডিরেক্টরের দায়িত্বে থাকা রবি শাস্ত্রীও জিম্বাবুয়ের সফরে দলের সাথে যাচ্ছেন না। চলতি মাসেই বাংলাদেশের মাটিতে ২-১ সিরিজ খোওয়াতে হয়েছে মহেন্দ্র সিং ধোনির দলকে৷ সেই দলের আট জন ক্রিকেটারই থাকছেন না এই সিরিজে।

এর আগে সম্প্রচারসত্ত্ব নিয়ে বিবাদের কারণে সফর কার্যত বাতিলই হয়ে গিয়েছিল। কিন্তু জিম্বাবুয়ের ক্রিকেট কর্তাদের অনেক অনুরোধের পর শেষ পর্যন্ত দল পাঠাতে রাজি হন বিসিসিআই কর্তারা।

উল্লেখ্য, এই সফরে ভারত তিনটি ওয়ানডে ও দুটি টি-২০ ম্যাচ খেলবে।

ওয়ানডে একাদশ : আজিঙ্কা রাহানে, মুরালি বিজয়, আম্বাতি রাইডু, মনোজ তেওয়ারি, কেদার যাদব, রবিন উথাপ্পা, মানিশ পান্ডে,হরভজন সিং, অক্ষর প্যাটেল, কর্ণ শর্মা, ধবল কুলকার্নি, স্টুয়ার্ট বিনি, ভুবেনশ্বর কুমার, মোহিত শর্মা, সন্দীপ শর্মা

এমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।