সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধের আহ্বান ক্যামেরনের


প্রকাশিত: ০৮:২৬ এএম, ২৯ জুন ২০১৫

সন্ত্রাসীদের বিরুদ্ধে পাল্টা যুদ্ধ চালানোর আহ্বান জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। তিউনিশিয়ায় সন্ত্রাসী হামলায় ৩৮ জন নিহত হওয়ার পর সোমবার এ আহ্বান জানান তিনি। নিহতদের মধ্যে অধিকাংশই ছিল ব্রিটিশ নাগরিক।
 
হতাহত ও তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাতে সোমবার ক্যামেরনের ডাউনিং স্ট্রিটে পাতাকা অর্ধনমিত রাখা হয়েছে। বিবিসির খবরে বলা হয়, তিউনিশিয়ায় হামলায় নিহত ব্রিটিশ নাগরিকের সংখ্যা ১৫ বলা হলেও তা ৩০ ছাড়িয়ে যেতে পারে।
 
ডেইলি টেলিগ্রাফ পত্রিকায় এক লেখায় ক্যামেরন বলেন, আমাদের শোক ও দুঃখের সঙ্গে অবশ্যই আরেকটি শব্দ যুক্ত করতে হবে, আর তা হলো প্রতিরোধ। পদক্ষেপ নেওয়ার দৃঢ় অঙ্গীকার। আমাদের মূল্যবোধ, শান্তি, গণতন্ত্র ও স্বাধীনতার জন্যে আমাদের আরো কঠোর হতে হবে।
 
ক্যামেরন জঙ্গি গ্রুপ আইএসের অনলাইন প্রচার ঠেকানোর উদ্যোগের কথা বলেন এবং একইসঙ্গে প্রাতিষ্ঠানিক রাজনীতিকে আরো শক্তিশালী করার আহ্বান জানান।

বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।