বাংলাদেশ-দ.আফ্রিকা সিরিজের টাইটেল স্পন্সর ন্যাশনাল পলিমার


প্রকাশিত: ০৭:৪২ এএম, ২৯ জুন ২০১৫

বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা সিরিজের টাইটেল স্পন্সর হয়েছে ন্যাশনাল পলিমার। ফলে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার মধ্যকার সিরিজটির নাম হচ্ছে ‘ন্যাশনাল পলিমার ক্রিকেট সিরিজ ২০১৫’ পাওয়ারড বাই ওয়ালটন।

সোমবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়েছে।

আগামী ৫ জুলাই টি-২০ ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সিরিজ। সিরিজের দুটি টি২০ ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে।

এরপর  আগামী ১০ জুলাই মিরপুরেই শুরু হবে ওয়ানডে সিরিজ। একই ভেন্যুতে সফরকারীদের বিপক্ষে ১২ জুলাই দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামবে টাইগাররা। তবে আগামী ১৫ জুলাই শেষ ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হবে চট্টগ্রামে।

এছাড়া আগামী ২২ জুলাই চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম শুরু হবে টেস্ট ম্যাচ। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে সিরিজের শেষ টেস্টটি হবে আগামী ৩০ জুলাই।

আরটি/এমআর/আরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।