স্বতন্ত্র বেতন কাঠামোর দাবিতে শাবি শিক্ষকদের মানববন্ধন


প্রকাশিত: ০৭:২৯ এএম, ২৯ জুন ২০১৫

স্বতন্ত্র বেতন স্কেল ও প্রস্তাবিত অষ্টম জাতীয় বেতন কাঠামো পুনঃনির্ধারণের দাবিতে আবারো মানববন্ধন করেছে শাহজালাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সোমবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে ১ ঘণ্টাব্যাপি এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. কবির হোসেন, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আবদুল গণি, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. তাজ উদ্দিন, অধ্যাপক ড.আনোয়ারুল ইসলাম, অধ্যাপক ড.আখতারুল ইসলাম প্রমুখ।

মানববন্ধনে শিক্ষকরা বলেন, আমরা দীর্ঘদিন যাবৎ স্বতন্ত্র পে-স্কেল পুনঃনির্ধারণের দাবি জানিয়ে আসছি। আমরা এর আগেও কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করেছি। কিন্তু সরকারের পক্ষ থেকে তেমন কোন যৌক্তিক সাড়া নেই। আমরা চাই অবিলম্বে সরকার আমাদের দাবি মেনে নেবেন।

এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।